সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া : ৮ জুলাই, গোটা রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট হবে। তার আগে প্রতিদিন প্রচারে ঝড় তুলছেন ডান-বাম সব পক্ষ। একে অপরের বিরুদ্ধে চড়ছে সুর। জেলা থেকে জেলা চষে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়ার বাঘমুণ্ডিতে রয়েছে তাঁর সভা। কিন্তু তার আগেই একটি ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল।
পুরুলিয়ার বাঘমুণ্ডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের কাছেই মিলল তরোয়াল। আজ বাঘমুণ্ডির কালিমাটি মোড়ে সভা রয়েছে অভিষেকের। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
এরই মধ্যেই রবিবার রাতে অভিষেকের সভাস্থলের কাছেই ঝোপের মধ্যে মেলে একটি তরোয়াল। পরে বাঘমুণ্ডি
থানার পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। ঘটনার নেপথ্যে কে বা কারা, তা জানার চেষ্টা করছে পুলিশ।
আর ৬ দিনের মাথায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে সারা বাংলা ঘুরে প্রচার চালাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) । পুরুলিয়ার বাঘমুণ্ডিতে সোমবার তাঁর সভা। রবিবার মালদার সুজাপুরে অধীর চৌধুরীকে বেনজির আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে পঞ্চায়েত ভোট হলেও, সব দলের নজর ২৪-এর লোকসভা নির্বাচনে। তাই অভিষেকের বক্ততৃতার আগাগোড়া জুড়ে থাকছে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়েই বারবার কেন্দ্রের বিজেপি সরকারের ডেডলাইন দিয়ে দিচ্ছেন।
পঞ্চায়েত ভোটের আগে শেষ রবিবার উত্তরবঙ্গে দুই দলের দুই হেভিওয়েটের বাগযুদ্ধে দিনভর সরগরম রইল রাজ্য রাজনীতি। আলিপুরদুয়ারের সভা থেকে দুর্নীতি ইস্যুকেই হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী।
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial