বিটন চক্রবর্তী, তমলুক: রাজনীতির ময়দানে নামার পর প্রথম FIR দায়ের হল অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) বিরুদ্ধে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা দায়ের হয়েছে। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতি নেতার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর পুলিশের। তমলুকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। খুনের চেষ্টা, মহিলাদের সম্মানহানি, মারধরের অভিযোগে এফআইআর দায়ের হয়েছে।

  


শনিবার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা ঘিরে তমলুকে তুলকালাম বেঁধে যায়। তমলুকের বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তমলুকের হাসপাতাল মোড়ে তৃণমূলপন্থী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে চাকরিহারাদের নিয়ে গত সোমবার থেকে ধর্না-অবস্থান চলছে। সেখানে রোড শো পৌঁছতেই শুরু হয় অশান্তি। চাকরিহারাদের সমর্থনে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে ওঠে চোর স্লোগান, তৈরি হয় হাতাহাতির পরিস্থিতি। বিজেপির দাবি, তাঁদের রোড শো সেখানে পৌঁছতেই তৃণমূলের মঞ্চ থেকে চোর স্লোগান দেওয়া হয়।


পাল্টা প্রতিবাদ করে বিজেপি। একপক্ষ তেড়ে যায় অপরপক্ষের দিকে। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূলের প্রাথমিক শিক্ষক নেতার অভিযোগের প্রেক্ষিতে এফআইআর পুলিশের। খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর পুলিশের। তাঁর অভিযোগের ভিত্তিতে তমলুক থানার FIR-এ নাম রয়েছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও যুব মোর্চা প্রশান্ত দাসের। 


আরও পড়ুন, ফের চাকরি হারানোর আশঙ্কা! এবার ২০১৪-এর টেটেও 'যোগ্য-অযোগ্য' প্রশ্ন হাইকোর্টের


শনিবারের ঘটনা প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, 'ওরা হচ্ছে তৃণমূলের সাজানো লোকজন। ওরা এসব বলবে। ওদের কুণাল ঘোষই তো বলে গেছে, ২০২১ থেকে এই চুরি-জোচ্চুরি চলছে। আমি তো বলেছিলাম হাইকোর্টে বসে ২০২২-এ। তার একবছর আগে থেকে চলছে।'          


বিজেপি সূত্রে দাবি, যখন এই অশান্তির ঘটনা ঘটছে, তখন সেখানে দেখা যায়নি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ঘটনাস্থল থেকে দেড় থেকে ২ কিলোমিটার দূরে হুড খোলা গাড়িতে ছিলেন তিনি।  এরপরেও কেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করল পুলিশ? প্রশ্ন তুলছে গেরুয়া শিবির।  গোটাটাই তৃণমূলের চক্রান্ত, দাবি বিজেপির।                                           


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে