বিটন চক্রবর্তী, তমলুক: তমলুক লোকসভায় (Lok Sabha Election) এবার তৃণমূল (TMC) প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে ৭৭ হাজার ৭৩৩ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন বিজেপি (BJP) প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhayy)। নন্দীগ্রাম (Nandigram) বিধানসভায় বিজেপির (BJP) লিড ছিল ৮,২২৭ ভোটের। এই হারের দায় নিয়েই এবার পদত্যাগ করলেন নন্দীগ্রাম ২ ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা।                                                        


প্রসঙ্গত, সপ্তম দফা ভোটের আগের রাতে ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল তমলুক। ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগও উঠেছিল। ভোটের রেজাল্ট প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেছিলেন, 'মেদিনীপুর পূর্বের রেজাল্ট লুঠ করা হয়েছে। ডিএম, আইসি চেঞ্জ করেছে নির্বাচন কমিশন। সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটা রিগ করা হয়েছে। ওটা যেন আইসোলেটেড লুঠেরার দ্বীপ তৈরি হয়েছে একটা।' 


শুধু তাই নয় কাঁথি, তমলুকের ভোটে বিজেপির জয় নিয়ে অভিযোগের সুর শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীর গলায়। তিনি বলেছিলেন, 'বিজেপি পর্যবেক্ষক জেতার পরেও সার্টিফিকেট দিচ্ছে না। কাঁথিতে বিজেপির পর্যবেক্ষক সার্টিফিকেট দেয়নি জেতার পরেও। আটকে রেখেছে বিজেপিকে জেতাবে বলে। আমরা অনেক জায়গায় হেরেছি। পর্যবেক্ষকরা যদি রাজনীতি করে। আরও কয়েকটা। তমলুকে ওটা ভোট নয়। নন্দীগ্রামে আমার সঙ্গে যা করেছে কাউন্টিম হলে প্রমাণ হয়ে যাবে। বিজেপি পর্যবেক্ষক বেছে বেছে পাঠানো হয়েছে। পুলিশকে কোনও কাজে লাগানো হয়নি।'  


আরও পড়ুন, খাবার ডেলিভারির পাশাপাশি এবার এই কাজও করবেন ডেলিভারি পার্টনাররা! গিনেস রেকর্ডে Zomato-র উদ্যোগ


তবে এদিন পদত্যাগী ব্লক যুব তৃণমূল সভাপতি বলেন, আগামী দিনে দলকে ঝাড়াই বাছাই করা হোক। এদিকে ভোটের পর তৃণমূল সভাপতির পদত্যাগ প্রসঙ্গে শেখ সুফিয়ান বলেন, ও যথেষ্ট পরিশ্রম করেছে, পদত্যাগ করতে হলে অন্য নেতারা করুক। 


অন্যদিকে এই পদত্যাগ নিয়ে পাল্টা মন্তব্য করেছে বিজেপিও। পদ্ম শিবিরের তরফে দাবি, অনেক তৃণমূল নেতাই যোগাযোগ রেখেছে, কী হয় দেখতে থাকুক রাজ্যবাসী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে