আশাবুল হোসেন, খড়্গপুর : খড়গপুরে টাটা মেটালিক্সের (TATA Metalix) নতুন ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিনিয়োগ হয়েছে ৬০০ কোটি। কর্মসংস্থান হবে প্রায় ২ হাজার। অনুষ্ঠান মঞ্চ থেকে চা-ঘুঘনির ব্যবসার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী।


একমঞ্চে মুখ্যমন্ত্রী-টাটা কর্তারা


একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ও টাটা গোষ্ঠীর কর্তারা। একে অন্যের প্রশংসায় পঞ্চমুখ। বৃহস্পতিবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল খড়গপুর। ৬০০ কোটি টাকা বিনিয়োগ করে, বঙ্গে দ্বিতীয় প্লান্ট চালু করল টাটা মেটালিক্স। সংস্থার দাবি, এখানে কর্মসংস্থান হবে প্রায় ২ হাজার। এদিন সেই প্লান্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'টাটা মেটালিক এখানে আরও ৬০০ কোটি টাকা বিনিয়োগ করল, মানে আরও ১ হাজার লোকাল ছেলের চাকরি হবে। টাটা মেটালিকের আরও ৬০০ কোটি টাকার প্রজেক্ট, তারা খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে উদ্বোধন করলেন, তাদের অলরেডি ছিল। আরেকটা নতুন করে করলেন। এর ফলে এখানে লোকাল হাজার খানেক চাকরিও পাবেন। আমাকে মুখ্যসচিব বলেছেন, চেন্নাইয়ে নিয়ে গিয়ে ৫০০ মেয়েকে মোবাইল ফ্যাক্টরি প্রশিক্ষণ দেবে, নিয়ে এলে এখানে চাকরির ব্যবস্থা। কারা কারা যেতে চায় ডিএমের কাছে নাম লেখান। ডিএম-কেও জানান।'


মুখ্যমন্ত্রীর মুখে যখন টাটা গোষ্টীর প্রশংসা তেমনই পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের তারিফ শোনা গেল টাটা কর্তাদের মুখে। টাটা মেটালিক্সের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পল বলেছেন, 'মমতার হৃদয় শিল্পের কাছাকাছি রয়েছে।'


খোঁচা বিরোধীদের 


নেতাজি ইন্ডোরের পর, খড়গপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন আরও সাত হাজার জনকে, বিভিন্ন বেসরকারি সংস্থার নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। যদিও টাটা গোষ্টী ও মুখ্যমন্ত্রীর এক মঞ্চে হওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'যে টাটাকে তাড়ানো হল, হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে, তারা আর চাইবে লগ্নি করতে? টাটারা চাইছে, যে ব্যবসাটা চলছে, সেটা কোনওরকমে চলুক।'


মুখ্যমন্ত্রীর চা-ঘুঘনির ব্যবসার পরামর্শ


এদিকে অনুষ্ঠান মঞ্চ থেকেই চা-ঘুঘনি ব্যবসার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার কথা শুনে অনেকেই টিটকিরি দেন। আমি বলছি, আপনি এক হাজার টাকা নিন, তা দিয়ে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট রাখুন। আস্তে আস্তে বাড়বে। প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন, তারপরের সপ্তাহে মাকে বললেন, একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আরেকটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না।কেউ যদি ব্যঙ্গ করে বলে তুই এটা করছিস? বলবেন এভাবেই আমি কোটিপতি হব।'


আরও পড়ুন- কোন পুজো দেখবেন? কী খাবেন? চিন্তা কমিয়ে প্যাকেজ নিয়ে হাজির পরিবহণ দফতর