কলকাতা : রাষ্ট্রপতি পদে ১৮ বিরোধী দলের প্রার্থী হয়েছেন যশবন্ত সিন্হা। বিরোধীরা তাঁকে প্রার্থী ঘোষণা করার পর ট্যুইটে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়।


তিনি ট্যুইটে লেখেন, ' যশবন্ত সিন্হার মতো এমন শোচনীয় অবস্থা দেখিনি। বিজেপির মন্ত্রী ছিলেন। তারপর মন্ত্রিসভা থেকে বাদ পড়ার পর তৃণমূলে যোগ দিলেন। রাজ্যসভার টিকিট পেলেন না। এখন পরাজয় নিশ্চিত জেনেও রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের চতুর্থ পছন্দের প্রার্থী হিসেবে লড়ছেন। '


 






রাষ্ট্রপতি নির্বাচনে ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। রাইসিনার রেসে বিরোধী প্রার্থী হলেন তৃণমূলের যশবন্ত সিনহা। যিনি তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব সামলেছেন। অটলবিহারী বাজপেয়ী সরকারে মন্ত্রীও ছিলেন। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে তাঁকে সমর্থনের ঘোষণা করল কংগ্রেস-সিপিএম সহ একাধিক বিরোধী দল। শরদ পাওয়ার, গোপালকৃষ্ণ গান্ধী, ফারুক আবদুল্লা...প্রার্থী হতে রাজি না হওয়ায়, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসাবে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিন্হার নাম উঠে আসে।


মঙ্গলবার সকালে শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে বসেন কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, সিপিএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজারা, সেখানে যশবন্ত সিন্হার নাম নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, বৈঠকে কংগ্রেস ও সিপিএম যশবন্ত সিন্হার নাম নিয়ে আপত্তি করে। তখন NCP প্রধান শরদ পাওয়ার বলেন, তৃণমূল ছেড়ে যশবন্ত সিন্হা রাষ্ট্রপতি পদপ্রার্থী হলে আপত্তি কোথায়? সূত্রের খবর, এরপরই জট কাটে। চূড়ান্ত হয় যশবন্ত সিন্হার নাম।