রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: শুধু সরকারের মুখের দিকে না তাকিয়ে চা শিল্পকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিল টি-বোর্ড (Tea Board of India) । রফতানি বাড়াতে বিশেষ প্রতিনিধি দল গড়ে বিদেশে পাঠানোর বিষয়ে রাজ্যের তরফে নেওয়া হল উদ্যোগ।


চা শিল্পকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ: করোনাকালে একেবারে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে ‘দুটি পাতা, একটি কুঁড়ি’র শিল্প। একাধিক দেশে রফতানি বন্ধ হওয়ায় দেখতে হয়েছে বিরাট লোকসানের মুখ। অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে, চা শিল্পকে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিল টি-বোর্ড। শনিবার সন্ধেয় চালসার একটি হোটেলে হয় টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উত্তরবঙ্গ শাখার ৫০তম বার্ষিক সাধারণ সভা।  উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব সুব্রত গুপ্ত, টি-বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সৌরভ পাহাড়ি-সহ বিশিষ্টরা। সেই সভা থেকেই চা শিল্পকে ফের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন টি-বোর্ডের ডেপুটি চেয়ারম্যান।


টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সৌরভ পাহাড়ি বলেন, “যে কোনও ক্ষেত্রেই সফল হতে গেলে নিজের উদ্যম, নিত্য-নতুন কৌশলের প্রয়োগ, অভিজ্ঞতাকে নিয়ে এগোতে হবে। সবসময় সরকারি সাহায্য পেলেই যে সফল হওয়া যায় এই ধারণা ঠিক নয়। চায়ের রফতানি বাড়াতে নতুন বাজার খোঁজারও চেষ্টা চলছে। যেমন- রাশিয়া, ইরানের মতো দেশ আমাদের বড় ক্রেতা ছিল, কিন্তু এখন ওই সব দেশে সমস্যা চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, এবং ইরাকের মতো দেশগুলোর বাজার যাতে ফের ধরা যায় সেই জন্য আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।’’


শুধু চা শিল্পই নয়, প্রয়োজনে বাগানের পড়ে থাকা জমিতে ফুল, সবজির মতো বিকল্প চাষ শুরুর পরামর্শ দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব। অতিরিক্ত মুখ্যসচিব সুব্রত গুপ্ত বলেন, “চা বাগানগুলোর পতিত জমিতে ফুল, সবজির মত বিকল্প চাষ শুরু করা যায়। রাজ্যের নীতি রয়েছে বাগানগুলোর কর্তৃপক্ষ তাদের মোট জমির ১৫ শতাংশ অন্যান্য অর্থকারী কাজে ব্যবহার করতে পারবে, সেই ক্ষেত্রে কেউ এই জমিতে হর্টিকালচার করতে চাইলে আমরা প্রযুক্তিগত সাহায্য করতে প্রস্তুত। চা শ্রমিকদের নূন্যতম মজুরি ঠিক করতে আলোচনা চলছে।’’ সূত্রের খবর, রফতানি বাড়ানোর জন্য ভারতীয় চায়ের নমুনা নিয়ে কিছুদিনের মধ্যেই বিদেশে যাবে বিশেষ প্রতিনিধি দল।


আরও পড়ুন: North 24 Paraganas: রহড়ায় কীভাবে এল কৌটোবোমা? এলাকা খতিয়ে দেখল CID-র বম্ব ডিসপোজাল স্কোয়াড