সঞ্চয়ন  মিত্র, কলকাতা :  পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে শীতের শেষবেলায় আবহাওয়ার মেজাজ ( weather Update ) বদল। ফের দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) দুর্যোগের পূর্বাভাস। তারই মধ্যে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। আপাতত কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখীই থাকবে। সোমবার কলকাতার ( Kolkata Weather ) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলে আরও ৩ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। তবে সপ্তাহান্তে ফের নামবে পারদ, এমন আশা উড়িয়ে দিচ্ছে না হাওয়া -অফিস। 


দক্ষিণবঙ্গে মঙ্গলেক সকালেও ঘুম ভাঙল কুয়াশার মধ্যেই। পরে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলায়। বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য নামতে পারে, বলে মনে করা হচ্ছে। তবে খুব বেশি নামবে না পারদ। 


সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে -



  • বীরভূম

  • মুর্শিদাবাদ

  • নদিয়া

  • পশ্চিম বর্ধমান জেলায়।

    বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ উভয় জেলাগুলিতেই। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূলের জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মেঘলা আকাশ থাকবে । বৃষ্টির পূর্বাভাস তো রয়েইছে, তবে সামান্যই। 


উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পং-এ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।  উপরের পাঁচ জেলাতেই হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।  উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। তবে তাপমাত্রারবড় পতন নেই। 


কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার থেকেই ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সপ্তাহান্তে তাপমাত্রা আবার কিছুটা নামার সম্ভাবনা রয়েছে বটে। তবে ১৫ ডিগ্রির নিচে আর তাপমাত্রা নামবে না বলেই মনে করা হচ্ছে।