সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: কাজে পুনর্বহালের দাবিতে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে (Deben Mahato Medical College Hospital) অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ। কোভিডকালে (Covid19) নিয়োগ করে প্রয়োজন ফুরোনোয় ছাঁটাই, অভিযোগ বিক্ষোভকারীদের। সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের (Swastha Bhawan), দাবি হাসপাতালের সুপারের।
অস্থায়ী স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ: হাসপাতাল (Deben Mahato Medical College Hospital) চত্বরে রিলে ধর্নায় বসেছেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা। কাজে পুনর্বহালের দাবিতে চলছে বিক্ষোভ। এই ছবি পুরুলিয়ার (Purulia) দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের। হাসপাতাল সূত্রে খবর, করোনাকালে ২০২০ সালে দেড়শো জন স্বাস্থ্য কর্মীকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। চলতি বছরের মার্চে চুক্তির মেয়াদ শেষ হয়। পরে ১৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয় মেয়াদ। মেয়াদ ফুরোনোয় কাজ হারিয়েছেন তাঁরা। এই প্রেক্ষিতে পুনর্বহালের দাবিতে মঙ্গলবার থেকে হাসপাতাল চত্বরে রিলে ধর্নায় বসেছেন কাজ হারানো স্বাস্থ্য কর্মীরা। বেকারত্ব ঘোচাতে বিকল্প ব্যবস্থার দাবিও জানিয়েছেন তাঁরা।
পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্য কর্মী সোমনাথ দাস বলেন, “কোভিডের সময় সার্ভিস দিয়ে সামাজিক বয়কটেরও শিকার হয়েছি। তবু কাজ ছাড়িনি। সমাধান না হওয়া পর্যন্ত ফ্রি সার্ভিস দিতেও রাজি। কোন কথাই শোনা হচ্ছে না। ওই হাসপাতালের আরেক অস্থায়ী কর্মী বলেন, “কোভিডে কেউ স্বামী কেউ সন্তান হারিয়েছে। এভাবে বসিয়ে দিলে কোথায় যাব।’’এনিয়ে স্বাস্থ্য দফতরের (Health Department) ঘাড়েই যাবতীয় দায় চাপিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কী প্রতিক্রিয়া হাসপাতাল কর্তৃপক্ষের? দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার সুকমল বিষয়ী বলেন, “মার্চ মাসে ওয়ার্ক অর্ডার শেষ হওয়ার পরেও এক্সটেনশন দিয়েছি। ১৫ অগাস্ট সেটাও শেষ হয়। স্বাস্থ্য ভবন থেকে নির্দেশ এসেছে ডিসক্লোজ করার। ফের অনুরোধ করেছি।’’ করোনা আবহে অন্যের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছেন। এবার নিজেদের জীবন বাঁচানোর লড়াইয়ে সামিল হয়েছেন অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা।
চলতি সপ্তাহের মঙ্গলবার, দ্রুত নিয়োগের দাবিতে সল্টলেকে স্বাস্থ্যভবনের সামলে নার্সিং স্টাফরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, ২০২১-এ বিজ্ঞপ্তি প্রকাশের পর চলতি বছরের মে মাসে মৌখিক পরীক্ষা হয়। ২ হাজার ৪৮৫ জন উত্তীর্ণ হন বলে দাবি বিক্ষোভকারী নার্সিং স্টাফদের। অভিযোগ, এরপরও নিয়োগ নিয়ে চলছে টালবাহানা। সেই কারণেই ডেপুটেশন কর্মসূচি বলে দাবি নার্সিং স্টাফদের।
আরও পড়ুন: Jalpaiguri News: রাজ্যে প্রথম রেড পান্ডার চামড়া উদ্ধার, চিতার চামড়া-সহ গ্রেফতার ৩