কলকাতা: সাতসকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত একের পর এক ঝুপড়ি। পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ। ছড়াল আগুন। তীব্র আতঙ্ক। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘরছাড়া একাধিক পরিবার।
ঠিক কী ঘটেছে?
রবিবারের সকালে আনন্দপুরে ফর্টিস হাসপাতালের কাছে ইএম বাইপাসের ধারে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগল। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
সকাল থেকেই হাওয়া বইছে। সেই কারণে বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আগুন। দাউদাউ করে জ্বলে যায় একাধিক ঝুপড়ি। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৫টির বেশি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে স্থানীয়রাও হাত লাগিয়েছেন। এলাকায় একাধিক হোটেল রয়েছে। রয়েছে বসতিও। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড থেকে যথাসর্বস্ব পুড়ে গিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
সব হারিয়ে রাস্তায় বসে ঝুপড়িবাসীরা। দমকলের তরফে বলা হয়েছে, লক্ষ্য ছিল এই আগুন যাতে না ছড়ায়। ৫০টি ঝুপরিতে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে।