কলকাতা: রবিবার প্রাথমিকের টেট (Primary TET)। পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯০ হাজার। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর পর্ষদ এবং প্রশাসন, এদিন তা জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।
তিনি বলেন, ‘আমরা অত্যন্ত সতর্ক আছি, প্রশাসন সতর্ক আছে। কাল টেটের জন্য হেল্পলাইন নম্বর খোলা রাখছে পর্ষদ। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক পর্ষদ। স্বচ্ছতার স্বার্থে ওএমআর শিটের দুটো কপি থাকবে।অরিজিনাল কপি বোর্ড নিয়ে নেবে, অপর কপি পরীক্ষার্থী নিয়ে যেতে পারবে’। এই ধরনের নিয়মকে 'অভিনব' বলে মন্তব্য করেন গৌতম পাল।
এদিন বলা হয়, "পরীক্ষার্থীরা যখন ওএমআর শিট পাবেন, তখন তা একদম সিল করা প্যাকেটে থাকবে। সেন্টার ইনচার্জ, অফিসার ইন চার্জ, অবসার্ভার এই প্যাকেটটি কখনই খুলবেন না। ১৫টা বুকলেট আছে সেই প্যাকেট খুলবেন ইনচার্জরা। বাইরে থেকে প্রার্থীদের এই ওএমআর শিট কেউ খুলতে পারবেন না, সেই পারমিশন কারওকে দেওয়া হয়নি। ১১.৪৫ এর পর প্রার্থীরা এই ওএমআর শিট খুলতে পারবেন।" এমনকী, পরীক্ষার্থীদের বায়োমেট্রিক ভেরিফিকেশনের মধ্য দিয়ে পরীক্ষা হলে ঢুকতে এবং বেরতে হবে। সব জায়গায় নজরদারি করা হচ্ছে। সেন্ট্রাল কন্ট্রোল রুমও করা হয়েছে পর্ষদে।"
আরও পড়ুন, ‘পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন কেউ কেউ’, টেটের আগের দিন বিস্ফোরক অভিযোগ পর্ষদ সভাপতির
রবিবার দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত, আড়াই ঘণ্টা চলবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (TET 2022)। কোনও গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে। প্রসঙ্গত, এবারে টেট দেবেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। পর্ষদের তরফে জানানো হয়েছে, TET উত্তীর্ণ মানেই নিয়োগের অধিকার এমনটা নয়, এটি নিয়োগের যোগ্যতামান মাত্র। পর্ষদ প্রদত্ত তথ্য এবং নির্দেশিকা অনুযায়ী, TET-এর প্রশ্ন হবে মাল্টিপল চয়েস টাইপ। প্রতি প্রশ্নের পূর্ণমান এক নম্বরের। বিকল্প থাকবে ৪টি। পরীক্ষা হবে আড়াই ঘণ্টার। বাংলা এবং ইংরেজিতে থাকবে প্রশ্ন। কোনও নেগেটিভ মার্কিং থাকবে না।
টেট পরীক্ষার কিছু বিধি নির্দেশিকা দেখে নিন একনজরে
- পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে (wbbpe.org)
- পরীক্ষার্থীদের নির্দিষ্ট রুম নম্বর এবং সিট নম্বর থাকবে। সেখানেই বসে পরীক্ষা দিতে হবে। নিয়ম না মানলে পরীক্ষা বাতিল করা হবে।
- পরীক্ষা শুরুর অন্তত ২ ঘণ্টা আগে পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে রিপোর্ট করতে হবে।
পর্ষদ সভাপতি এদিন এও বলেন, "বিঘ্ন তৈরি করার চেষ্টা করলে প্রশাসনের কাছে কঠোরতম শাস্তির কথা জানাব। আমাদের কাছে খবর আছে, কেউ কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে। যদিও আমরা অত্যন্ত সতর্ক আছি, প্রশাসন সতর্ক আছে। প্রশাসনের সর্বস্তরে, যোগাযোগ, স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাই বদ্ধপরিকর।"