চট্টগ্রাম: রোহিতের শর্মার চোটের ফলে আপাত অর্থে এক নিয়মরক্ষার ম্যাচে সুযোগ পেয়েই ইতিহাস গড়ে ফেললেন ঈশান কিষাণ (Ishan Kishan)। নিজের প্রথম আন্তর্জাতিক ওয়ান ডে শতরানকেই দ্বিশতরানে পরিণত করলেন ভারতীয় তরুণ ক্রিস গেলকে পিছনে ফেলে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দ্বিশতরানটি করলেন ঈশান কিষাণ। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে তিনি মাত্র ১২৬ বলে দ্বিশতরান করেন ঈশান কিষাণ।


ভাগ্যক্রমে সুযোগ


রোহিত শর্মা আঙুলে চোট পাওয়ায় চট্টগ্রামে তৃতীয় ওয়ান ডেতে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN 3rd ODI) ওপেন করার সুযোগ পান কিষাণ। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছে ভারতীয় দল। তাই এই ম্যাচে টিম ইন্ডিয়ার দলগতভাবে তেমন কিছু লাভ করার নেই। তবে ব্যক্তিগত দক্ষতায় ম্যাচটিকে চিরস্মরণীয় করে রাখলেন ইশান। গেলের দ্রুততম দ্বিশতরান রেকর্ড তো ভাঙলেনই, পাশাপাশি একগুচ্ছ নতুন রেকর্ডও গড়ে ফেললেন ২৪ বছর বয়সি ঝাড়খণ্ড তারকা। এক নজরে দেখে যাওয়া যাক কী কী রেকর্ড গড়লেন ঈশান।


 






ঈশানের রেকর্ডসমূহ


আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্য়াটার হিসাবে নিজের প্রথম শতরানকেই দ্বিশতরানে পরিণত করলেন ঈশান।


মাত্র ১২৬ বলে দ্রুততম দ্বিশতরান করলেন ঈশান। এর আগে ক্রিস গেল এই রেকর্ডের মালিক ছিলেন। তিনি ১৩৮ বলে নিজের দ্বিশতরানটি করেছিলেন।


রোহিত শর্মাকে পিছনে কণিষ্ঠতম ব্যাটার হিসাবে ২৪ বছর ১৪৫ দিনে দ্বিশতরানটি করেন তিনি। রোহিত ২৬ বছর ১৮৬দিনে নিজের প্রথম ওয়ান ডে দ্বিশতরানটি করেছিলেন।


বাংলাদেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে এটিই কোনও ব্যাটারের করা সর্বোচ্চ স্কোর। ২০১১ সালে শেন ওয়াটসনের করা অপরাজিত ১৮৫ রানের রেকর্ড ভাঙলেন তিনি।


সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির ১৮৩ রানের ইনিংসকে পিছনে ফেলে দেশের বাইরে ভারতীয় হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ ওয়ান ডে রান করার মালিকও এখন ঝাড়খণ্ডের তরুণই।


ওয়ান ডেতে ৩০ ওভারের মধ্যে আর কোনও ভারতীয় ব্যাটার ঈশানের থেকে অধিক রান করেননি। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শিখর ধবনের করা ১৩২ রানই এর আগে ইনিংসের ৩০ ওভারের মধ্যে করা কোনও ভারতীয়র সর্বাধিক রান ছিল।


মাত্র ১০৩ বলে ১৫০ রান করেন ঈশান কিষাণ। ভারতীয় হিসাবে এটিও নতুন রেকর্ড।


বিদেশের মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ার কৃতিত্বও এখন ঈশান ও বিরাটের দখলেই। ১৯৯৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সৌরভ ও সচিন তেন্ডুলকরের ২৫২ রানের পার্টনারশিপের রেকর্ড ভেঙে দিলেন ঈশানরা। এটি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের দ্রততম ২৫০ রানের পার্টনারশিপও বটে। ৯.১৫ রান রেটে ২৫০ রানের পার্টনারশিপ গড়েন ঈশান ও বিরাট। 


আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভাল ক্রিকেট উপহার দিতে চান ওয়াশিংটন সুন্দর