ব্রতদীপ ভট্টাচার্য এবং কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সল্টলেকের (Saltlake) করুণাময়ীতে (Karunamoyee) টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনের আজ চতুর্থ দিন। অনশনের ৫৩ ঘণ্টা, ধর্নার ৭৪ ঘণ্টা পার। এখনও নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গত দু’ দিনে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকজন আন্দোলনকারী।  যদিও আন্দোলনকারীদের এই বিক্ষোভে বদল আসেনি পর্ষদের বিজ্ঞপ্তিতে। পদ্ধতি মেনে আবেদন ও ইন্টারভিউয়ে বসতে হবে চাকরিপ্রার্থীদের, এমনটাই জানিয়েছে পর্ষদ।                   

  


প্রসঙ্গত, ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২০২১ সালে হয় পরীক্ষা। চলতি বছর হয়েছে ফলপ্রকাশ। শুক্রবার, থেকে যে ইন্টারভিউ শুরু হচ্ছে সেখানে ২০১৪’র পাশাপাশি ২০১৭’র এই TET উত্তীর্ণদেরও ডাকা হয়েছে। এঁদের বক্তব্য ২০১৪’র TET উত্তীর্ণরা দু’বার ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছে। কিন্তু, তাঁরা একবারও পাননি। এই পরিস্থিতিতে, নিয়োগের দাবিতে এবার পথে নামলেন ২০১৭’র TET উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।                         


টেট উত্তীর্ণ এক চাকরিপ্রার্থীর বক্তব্য, "২০১৪’র ওরা দু’বার ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউ দেওয়ার পরও কোনও কারণে আমাদের সঙ্গে বসছে ঠিক আছে। মেরিট নেই বলে ভয় পাচ্ছে। আমাদের সঙ্গে যদি বসে সিট বাড়াতে হবে।"                                                                                                


আরও পড়ুন, অনশনের ৫৩ ঘণ্টা, ধর্নার ৭৪ ঘণ্টা পার! চাকরির দাবিতে অনশনে অবরুদ্ধ করুণাময়ী


এদিকে, আজ সল্টলেকের করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণদের ধর্না চলাকালীনই ২০১৭-র প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। এদিন করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন ২০১৭-র টেট চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের আটকায়। আন্দোলনকারীরা ছুটতে শুরু করেন। পরে করুণাময়ী যাওয়ার রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০১৭-র টেট উত্তীর্ণরা। অন্যদিকে, করুণাময়ীতে ২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের ধর্না-অনশন এখনও চলছে।