কলকাতা: দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই টেটের জন্যে পর্ষদের গাইডলাইন। ঘড়ি থেকে সোনার গয়না-গ্রাহ্য নয় পরীক্ষা কেন্দ্রে। ১১ ডিসেম্বর রাজ্যে টেট, বেলা ১২টা থেকে আড়াই ঘণ্টার পরীক্ষা। ‘টেট উত্তীর্ণ সার্টিফিকেটের লাইফ টাইম বৈধতা, একবার নয়, টেটে এবার বসা যাবে একাধিকবার’। বুধবার টেটের গাইডলাইন প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটের সিলেবাস থেকে নমুনা প্রশ্ন প্রকাশ প্রাথমিক পর্ষদের।
উল্লেখ্য, প্রাথমিক টেটে (Primary TET) বসার অনলাইনে আবেদন শুরু হয়েছিল ১৪ অক্টোবর থেকে। ১১ ডিসেম্বর রাজ্যে পরবর্তী প্রাথমিকে টেটের দিনক্ষণ আগেই ঘোষণা করেছিল সরকার। এদিন তার জন্য অনলাইনে আবেদন শুরু হল। এদিন বিকেল চারটে থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। www.wbbpe.com এবং https://wbbprimaryeducation.org -- এই দুটি ওয়েবসাইটে।
প্রাথমিক টেটে বসার অনলাইন আবেদন শুরু: নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যে তোলপাড় চলছে। এক সময় রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষমতা যাঁদের হাতে ছিল, তাঁদের প্রায় সকলেই এখন হাজতে। তালিকায় যেমন প্রাক্তন শিক্ষামন্ত্রী রয়েছেন, তেমনই রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিরা। জেলে রয়েছেন SSC’র প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন উপদেষ্টা, প্রাক্তন ভারপ্রাপ্ত চেয়ারম্যান—সকলেই। এ নিয়ে শাসকদলের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়িয়ে চলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে, নিয়োগ সংক্রান্ত ঘোষণায় খানিকটা স্বস্তি মিলেছে চাকরিপ্রার্থীদের। ২০২২-এর প্রাথমিক TET-এ বসার জন্য অনলাইনে আবেদন শুরু হল।
'বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই': প্রাথমিক টেট ( Primary TET ) উত্তীর্ণদের দাবি মানেনি পর্ষদ। আন্দোলনকারীদের দাবি অন্যায্য, আইননানুগ নয় বলে দাবি ছিল পর্ষদের । এদিকে অনড় চাকরিপ্রার্থীরাও। ৮ বছর ধরে তাঁরা পাশ করেও চাকরি পাননি। তাই তাঁরাও আন্দোলন থেকে সরবেন না বলে জানিয়েছেন। আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়ে দিলেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল সরাসরি জানিয়ে দেন. ‘পরপর দু’বার ইন্টারভিউ দিয়েও প্যানেলভুক্ত হননি ২০১৪-র টেট ( TET 2014 ) চাকরিপ্রার্থীরা। বয়সের ঊর্ধ্বসীমা নিয়েও কিছু করার নেই আমাদের’। বয়সের ঊর্ধ্বসীমার সিদ্ধান্ত সরকারের কোর্টেই ছেড়েছে পর্ষদ।
একইদিনে পরীক্ষা ও ইন্টারভিউয়ের জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ৮ বছর পর শুরু হল উচ্চ প্রাথমিকের (Upper Primary) নিয়োগ প্রক্রিয়া। ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ। উচ্চ প্রাথমিকে এদিন থেকেই চাকরিপ্রার্থীদের কল লেটার দেওয়া শুরু হয়েছে। এসএসসি-র (School Service Commission) তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫জনকে। এসএসসি-র চেয়ারম্যান জানান, যাঁরা উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাননি বলে আদালতে অভিযোগ জানিয়েছিলেন, এমন ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হচ্ছে। আজ থেকেই কল লেটার পাবেন তাঁরা। আজ বিকেলের পরই তাঁরা জানতে পারবেন, কবে কোথায় কখন ইন্টারভিউ হবে। ২১ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ইন্টারভিউ হবে বলে এসএসসি সূত্রে খবর।