TET Recruitment Protest LIVE: মধ্যরাতে কুরুক্ষেত্র করুণাময়ী, চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলতে বলপ্রয়োগ পুলিশের
TET Protest LIVE: করুণাময়ীতে ৪দিনে অনশন আন্দোলনে ২০১৪-টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা।
জোর খাটিয়ে করুণাময়ী খালি করল পুলিশ
মধ্যরাতে করুণাময়ীতে তুলকালাম! জোর করে ২০১৪-র টেট প্রার্থীদের অনশন-আন্দোলন ভেঙে দিল পুলিশ!!
আন্দোলনকারীদের মধ্যে ২০ জনকে আটক করে নিয়ে যাওয়া হল নিউটাউন থানায়
বাংলা স্তব্ধ করে দেব, হুঁশিয়ারি বিজেপির
ধস্তাধস্তিদের অসুস্থ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী
করুণাময়ীতে আন্দোলনকারীদের পাশে বাম-কংগ্রেস-বিজেপি
রাজ্যজুড়ে আন্দোলনের ডাক বামেদের
রাজ্যজুড়ে আন্দোলনের ডাক বামেদের
৮৪ ঘণ্টার আন্দোলন ১৫ মিনিটে তুলল পুলিশ
গভীর রাতে আন্দোলন ভেঙে দিল পুলিশ, ফের অসুস্থ এক চাকরিপ্রার্থী
কান্নায় ভেঙে পড়লেন আন্দোলনকারীরা
মধ্যরাতে কুরক্ষেত্র করুণাময়ী,আন্দোলন তুলতে বলপ্রয়োগ পুলিশের
সরিয়ে দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের
বেআইনি জমায়েত ঘোষণা করল পুলিশ
করুণাময়ীতে ফের সক্রিয় পুলিশ, ২ মিনিট সময় দিলাম, ঘোষণা পুলিশের
দ্রুত এলাকা ছাড়তে হুঁশিয়ারি পুলিশের, আন্দোলন চালিয়ে যাওয়ায় বদ্ধ পরিকর চাকরিপ্রার্থীরা
ক্লান্ত শরীরেও অবস্থানে অনড় আন্দোলনকারীরা
রাত গড়াতেই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ! মুহুর্মুহু উঠছে স্লোগান।
২০১৪-র টেট উত্তীর্ণদের ধর্না চলাকালীনই ২০১৭-র চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। কাউকেই বিশেষ অগ্রাধিকার নয়, সওয়াল পর্ষদের।
হাইকোর্টের নির্দেশের পরেই করুণাময়ীতে ফের সক্রিয় পুলিশ। দ্রুত এলাকা ছাড়তে হুঁশিয়ারির মুখেও আন্দোলনকারীরা অনড়।
পর্ষদ অফিসের সামনে টানা আন্দোলন-অনশনে
আন্দোলনকারীদের পাশে বাম প্রতিনিধি দল
পুলিশের হুঁশিয়ারির মুখেও ঝাঁঝ বাড়ছে আন্দোলনের। নির্জলা অনশনে একের পর এক চাকরিপ্রার্থী অসুস্থ।
নিয়োগের চিঠি পেলে তবেই আন্দোলন প্রত্যাহার, ঘোষণা আন্দোলনকারীদের
পুলিশের হুঁশিয়ারির পরেও আন্দোলন তুলে নিতে অস্বীকার চাকরিপ্রার্থীদের
হুঁশিয়ারির মুখেও অনড়, হাসপাতালে অসুস্থ আন্দোলনকারী
চতুর্থ রাত কি রাস্তায় কাটবে চাকরিপ্রার্থীদের?
পর্ষদ অফিসের সামনে আমরণ অনশন চাকরিপ্রার্থীদের
চাকরি না পেলে জলস্পর্শ করব না, সাফ জানালেন চাকরিপ্রার্থীরা
পুলিশের হঁশিয়ারি, ঝাঁঝ বাড়ছে আন্দোলনের
করুণাময়ীতে ৪দিনে অনশন আন্দোলনে ২০১৪-টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা
চাকরির দাবিতে আন্দোলনে অনড় ’১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা
হাইকোর্টের নির্দেশের পরেই করুণাময়ীতে পুলিশি তৎপরতা তুঙ্গে
পুলিশি হুঁশিয়ারির সামনে নতুন কৌশল, মানববন্ধন চাকরিপ্রার্থীদের
ডু অর ডাই, লাগাতার আন্দোলনে চাকরিপ্রার্থীরা; তুঙ্গে পুলিশি তৎপরতা
প্রেক্ষাপট
কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশের পরেই করুণাময়ীতে পুলিশি তৎপরতা তুঙ্গে। আন্দোলনকারীদের দ্রুত এলাকা ছাড়তে মাইকে হুঁশিয়ারি। হুঁশিয়ারির মুখেও অনড় আন্দোলনকারীরা, একের পর এক অসুস্থ। চাকরির দাবিতে আন্দোলনে অনড় ’১৪-র টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। করুণাময়ীতে ৪দিনে অনশন আন্দোলনে ২০১৪-টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। নিজেদের দাবিতে অনড় ২০১৪-র টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা (Job Seekers Agitation)। পুলিশের হুঁশিয়ারির পরেও আন্দোলন তুলে নিতে অস্বীকার চাকরিপ্রার্থীদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -