কলকাতা: ঠাকুরপুকুরে সিরিয়াল পরিচালকের গাড়ির ধাক্কায় প্রৌঢ়র মৃত্যু। ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। পাশাপাশি, টাকা নিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়া ও অভিযুক্তদের লঘু ধারা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

ঠিক কী অভিযোগ? 

মত্ত অবস্থায় স্টিয়ারিংয়ে চালক। প্রথমে কম গতিতে একটি মোটর বাইককে ধাক্কা মেরে এগিয়ে যাওয়ার চেষ্টা। হঠাৎ ভিড়ে ঠাসা বাজারে বেপরোয়া গতি। পর পর পথচারীকে ধাক্কা মারতে মারতে ছুটল গাড়ি। জীবনের বিনিময়ে টিভি সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসের গতির মাশুল দিতে হয়েছে আমিনুর রহমান নামের প্রৌঢ়কে। 

রবিবার সকালে ঠাকুরপুকুরে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে উঠেছে- টাকা নিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগ।

কী অভিযোগ উঠছে? 

গাড়ির ধাক্কায় নিহতের ছেলে বলেন, 'আব্বাকে ওরা খুন করে দিয়ে চলে গেল। পুলিশ ওদের গাড়িতে হাসতে হাসতে উঠিয়ে নিয়ে চলে গেল। আসামীরাও হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে চলে গেল। বলছে, টাকা দিয়ে মিটিয়ে নাও। পুলিশ, ওদের হয়ে যারা উকিল দাঁড়িয়েছে, তারা বলেছে এ কথা।' 

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা ঠাকুরপুকুর বাজারে ঢুকে প্রথমে একটি মোটরবাইকে ধাক্কা মারে পরিচালক সিদ্ধান্ত দাসের গাড়ি। গাড়ি ধাক্কা মারার পরই বাইক থেকে নেমে চালক, পরিচালক গাড়ির দিকে এগিয়ে যান। তারপরের দৃশ্য আরও ভয়াবহ। কোনও কিছুর তোয়াক্কা না করে গাড়িচালক সামনে দাঁড়িয়ে থাকা সেই বাইকে আবার ধাক্কা মেরে ভিড়ে ঠাসা বাজারের মধ্যে দিয়ে বেপরোয়া গতিতে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজে ৬ জনকে ধাক্কা মারার ঠিক আগের মুহূর্তের ছবি ধরা পড়েছে। 

মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একের পর গাডিতে ধাক্কা। ইতিমধ্যে মৃত্য়ু হয়েছে আমিনুর রহমান নামে ঠাকুরপুকুর বাজারের ঠিক পাশেই বাসিন্দারা। বেপরোয়া গতিতে যে গাড়ি চালাচ্ছিল, স্টিয়ারিং যার হাতে, তিনি একজন ডিরেক্টর। গাড়ির ধাক্কায় নিহতের আত্মীয়ের কথায়, 'আমাদের পুলিশ কোনওভাবে সহযোগিতা করেনি। থানায় গিয়েছি। আমাদের বলছে, থানার বাইরে দাঁড়ান। ওদের যারা পরিবারের লোক এসেছিল, থানার মধ্যে ঢুকিয়ে তাদেরকে, এসি ঘরে বসিয়ে রীতিমতো চা খাওয়াচ্ছিল।

শুধু টাকা নিয়ে মিটমাট করে নেওয়ার প্রস্তাবই নয়, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অভিযুক্তদের বাঁচানোর জন্য লঘু ধারা দেওয়া হয়েছে। গাড়ির ধাক্কায় নিহতের আত্মীয় বলেন, 'FIR কপিটা দেখবেন, কী (ধারা)এখানে দিয়েছে, একদমই ন্যূনতম। যাতে ওদেরকে বাঁচানো যায়। এটা খুনই কা হয়েছে, খুনই তো। একজনের মৃত্যুর পাশাপাশি, আহত হয়েছেন বেশ কয়েকজন।

ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাগান বাড়িতে পার্টি সেরে রবিবার সকালে ফিরছিলেন পরিচালক ও তাঁর সঙ্গীরা। দুর্ঘটনার আগে গাড়ির গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। চালক মত্ত অবস্থায় ছিলেন। তাই তাঁকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলাও রুজু হয়েছে।