রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: চা বাগান থেকে উদ্ধার একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ, মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের শিব বাড়ি সেকশন থেকে ওই চিতা বাঘের দেহটি উদ্ধার করে বনদফতর, এদিন চা বাগানে কাজ করার সময় শ্রমিকরা ওই চিতাবাঘের দেহ দেখতে পায়, খবর পেয়ে ঘটনা স্থলে আসে খুনিয়া রেঞ্জের স্কোয়াড, পরে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে জায় বনকর্মীরা। 


এর আগে পুরুলিয়াতে ধরা পড়েছিল পূর্ণবয়স্ত চিতাবাঘের ছবি


এর আগে পুরুলিয়ার (Purulia) সিমনি বিটের জঙ্গলে বন দফতরের (Forest Department) ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছিল পূর্ণবয়স্ক চিতাবাঘের (Leopard) ছবি। আতঙ্কে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা। বনদফতর (Forest Department) সূত্রে খবর, চিতাবাঘটির (Leopard) অবস্থান নিশ্চিত করতে জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে আরও ট্র্যাপ ক্যামেরা (Trap Camera)।


গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে গবাদি পশু। তারপর কখনও পাওয়া যাচ্ছে আধখাওয়া দেহ। পুরুলিয়ার সিমনিবিটের জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে বারবার বনদফতরের কানে আসছিল এই অভিযোগ। এবার জঙ্গলে লাগোয়া ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি। ছবিতে দেখা গেছে, গ্রাম লাগোয়া জঙ্গলে বসে, পরম নিশ্চিন্তে গরু শিকার করে খাচ্ছে চিতাবাঘটি। 


বনদফতর সূত্রে খবর, ২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। ২০ এপ্রিল বনদফতরের ট্র্যাপ ক্যামেরায় ফের পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। এই দু’টো চিতাবাঘ কি আলাদা? নাকি একই? তা খতিয়ে দেখছে বনদফতর। জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা। পুরুলিয়ার বন আধিকারিক দেবাশিস শর্মা বলেন, “২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় চিতাবাঘের ছবি ধরা পড়েছে। ২০ এপ্রিল আবার চিতাবাঘের ছবি ধরা পড়েছে। পূর্ণবয়স্ক পুরুষ চিতা। এলাকায় মাইকে সতর্ক করার ব্যবস্থা হচ্ছে।’’ আতঙ্কে কাঁটা হয়ে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। বনদফতর সূত্রে খবর, আশেপাশের মানুষদের সতর্ক করতে খুব তাড়াতাড়ি মাইকে ঘোষণা শুরু হবে।