প্রকাশ সিনহা, কলকাতা: রাজ্যে চিটফান্ড (Chitfund) তদন্তের জন্য গঠিত শাখা তুলে নিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) প্রধান দফতর থেকে জারি করা হল নির্দেশিকা। চিটফান্ড তদন্তের জন্য সিজিও কমপ্লেক্সে (CGO Complex) আলাদা ইউনিট।  তৈরি করা হয়েছিল এখানেই সারদা-রোজভ্যালি, আইকোর তদন্তের কাজকর্ম চলত। এবার এই ইউনিটকে জুড়ে দেওয়া হল ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের সঙ্গে। এছাড়াও, অসম ও ভুবনেশ্বরেও রোজভ্যালির মামলা চলছিল। সেখানেও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চিটফান্ড তদন্তের শাখা। সারদাকাণ্ডে এখনও চূড়ান্ত চার্জশিট পেশ করেনি সিবিআই (CBI)। ঝুলে রয়েছে রোজভ্যালি মামলাও। তার মধ্যেই চিটফান্ড তদন্তের শাখা তুলে নেওয়ায় সিবিআই কতটা গুরুত্ব দিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। 


এখনও নিষ্পত্তি হয়নি সারদা-রোজভ্যালি, আইকোর মামলার। শেষ হয়নি তদন্তও। এর মধ্য়েই, রাজ্যে চিটফান্ড তদন্তের জন্য গঠিত শাখা তুলে নিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির প্রধান দফতর থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। চিটফান্ড তদন্তের জন্য সিজিও কমপ্লেক্সে ইও ফোর ইউনিট তৈরি করা হয়েছিল। এখানেই সারদা-রোজভ্যালি, আইকোর তদন্তের কাজকর্ম চলত। 


এবার এই ইও ফোরকে জুড়ে দেওয়া হল ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের সঙ্গে। সারদাকাণ্ডে এখনও চূড়ান্ত চার্জশিট পেশ করেনি সিবিআই। ঝুলে রয়েছে রোজভ্যালি মামলাও। তারমধ্যেই রাজ্যে মাথাচাড়া দিয়েছে শিক্ষক নিয়োগ থেকে গরুপাচার, কয়লা কেলেঙ্কারি! এই পরিস্থিতিতে, প্রশ্ন উঠছে, তাহলে কি চিটফান্ড তদন্তে আর ততটা গুরুত্ব দিচ্ছে না সিবিআই? অসম ও ভুবনেশ্বরেও রোজভ্যালির মামলা চলছিল। সেখানেও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চিটফান্ড তদন্তের শাখা। 


সারদা, রোজভ্য়ালির পর কিছুদিন আগেই অনলাইন অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ ওঠে! পূর্বস্থলীতে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ তোলা হয়। টার্গেট ছিলেন মূলত গ্রামের নিরীহ মহিলারা। পূর্বস্থলী থানায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদেরই একজনের তৃণমূল যোগ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।


২ দিনে টাকা ডবল কিংবা ১ লক্ষ টাকা ১ সপ্তাহ রাখলে দ্বিগুণ রিটার্ন নয়তো একদিন ৯ হাজার টাকা দিলে, পরপর ৯ দিন অ্য়াকাউন্টে ঢুকবে ৯ হাজার টাকা করে। এ যেন আলাদিনের আশ্চর্য্য় প্রদীপ! গালভরা লোভনীয় সব প্রতিশ্রুতি! অনলাইন অ্য়াপের মাধ্য়মে পূর্ব বর্ধমান ও নদিয়ার একাংশ জুড়ে এভাবেই কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ।