West Bengal News Live: জামিন পেলেন নৌশাদ সহ ৯৫ জন ISF কর্মী সমর্থক

WB News Live: সব জেলার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

ABP Ananda Last Updated: 21 Aug 2025 03:29 PM

প্রেক্ষাপট

হিটলারি বিলে গণতন্ত্রের মৃত্যুঘণ্টা। সুপার-এমার্জেন্সি, আদালতের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। ব্ল্যাক ডে, ব্ল্যাক বিল। সংবিধান সংশোধনী বিলের বিরোধিতায় পোস্ট মুখ্যমন্ত্রী। তদন্তে প্রমাণিত না হলে এজেন্সির বিরুদ্ধেও পদক্ষেপের সংস্থান রাখুন। সংবিধান সংশোধনী...More

WB News Live: ধর্মতলায় ধুন্ধুমার, জামিন পেলেন নৌশাদ সহ ৯৫ জন ISF কর্মী সমর্থক

ধর্মতলায় ধুন্ধুমার, জামিন পেলেন নৌশাদ সহ ৯৫ জন ISF কর্মী সমর্থক। গতকাল ওয়াকফ আইন বাতিলের দাবিতে ISF-এর বিক্ষোভে ধর্মতলায় তুলকালাম। ধর্মতলায় ধুন্ধুমারে গ্রেফতার করা হয় ৯৫ জনকে। মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর।