সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : উত্তর ২৪ পরগনার বাদুতে অগ্নিকাণ্ড ঘিরে তুলকালাম। কেন এলাকায় আসতে দেরি? ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে কাউন্সিলরের স্বামী। ইট নিয়ে তেড়ে গেলেন মহিলা। ঘটনাস্থলে মন্ত্রী রথীন ঘোষ গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ এলাকাবাসীর। হাওড়ার বেলগাছিয়ার পুনরাবৃত্তি উত্তর ২৪ পরগনার বাদুতে। এই এলাকায় ভ্যাটে আগুন লেগেছে। তার পাশেই রয়েছে বস্তি। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। বাদুতে যে এলাকায় আগুন লেগেছে সেখানে ঘটনাস্থল পরিদর্শনে যান সেখানকার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী। ভ্যাটে আগুন লাগার খবর পেয়ে অনেক দেরি আসে কাউন্সিলরের স্বামী, অভিযোগ এলাকাবাসীর। তারপরই কাউন্সিলের স্বামী আমিন সাহানিকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। বস্তিবাসীর সঙ্গে কথা বলতে গেলে ব্যাপক বিক্ষোভ-ধস্তাধস্তিতে হুলুস্থুল পড়ে যায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী। 

সন্ধেবেলাতেও নেভেনি ভ্যাটের আগুন। দাউদাউ করে জ্বলছে ঘন জনবসতিপূর্ণ এলাকায় থাকা এই ভ্যাট। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে কাজ করছে দমকলের ১০টি ইঞ্জিন। শনিবার দুপুরে আগুন লেগেছে বাদু এলাকার ওই ভ্যাটে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার খবর পরেও ঘটনাস্থলে আসতে দেরি করেছেন কাউন্সিলর। তাঁর স্বামী এলাকায় এলে এক মহিলা ইট নিয়ে তেড়ে যান তাঁর দিকে।  তুমুল বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে মন্ত্রী রথীন ঘোষ গিয়েও এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন। প্রসঙ্গত উল্লেখ্য, বাদু এলাকার এই ভ্যাটে নিউ ব্যারাকপুর এবং মধ্যমগ্রাম এলাকার যাবতীয় আবর্জনা ফেলা হয়। আর বাদু এলাকার এই ভ্যাটের আশপাশে রয়েছে অসংখ্য বাড়ি। ফলে আগুন ছড়িয়ে পড়ার এবং মিথেন গ্যাস ছড়িয়ে বড় সমস্যা তৈরি হওয়ার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। ভ্যাটের আশপাশের বাড়ি খালি করে দেওয়া হয়েছে দুর্ঘটনা এড়ানোর জন্য। দমকলবাহিনী জানিয়েছে, কিছুটা আগুন নিয়ন্ত্রণে এলেও, পুরোটা নিয়ন্ত্রণে আসেনি। শনিবার দুপুর ৩টে নাগাদ আগুন লাগে ভ্যাটে। ঘটনাস্থলে পৌঁছোতে কিছুটা সময় লাগে দমকলবাহিনীর। পুরো আগুন নেভাতে এখনও বেশ কিছুটা সময় লেগে যাবে বলে জানিয়েছে তারা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। 

রাজ্যের খাদ্যমন্ত্রী এবং বিধায়ক রথীন ঘোষ জানিয়েছেন, ভ্যাটের সবচেয়ে কাছে যে বাড়ি রয়েছে তা সরিয়ে অন্যত্র করে দেওয়া হবে। তিনি এও জানিয়েছেন, মেয়র ফিরহাদ হাকিম এবং দমকলমন্ত্রী সুজিত বসুর সঙ্গে তাঁর কথা হয়েছে। ভ্যাট লাগোয়া বাড়িগুলি তৈরির অনুমোদন ছিল কিনা তা খতিয়ে দেখবে পুরসভা। রথীন ঘোষ এও জানিয়েছেন যে, এই এলাকায় স্প্রিংলার সিস্টেম যুক্ত একটি ডিপ টিউবওয়েল বসানো হবে যাতে ভবিষ্যতে কখনও অঘটন ঘটলে দ্রুত আগুন নেভানো সম্ভব হবে। আগামী দিনে কঠিক বর্জ্য প্রতিস্থাপনের বিশেষে ব্যবস্থাও করা হবে। এই ভ্যাটে প্রচুর পরিমাণে আবর্জনা জমে স্তূপে পরিণত হওয়াতেই আগুন লেগে তা পৌঁছে গিয়েছে একদম উপরের দিকে। সেখানে পৌঁছোতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে।