কলকাতা: জনসংযোগে আরও জোর। আগামী ১ এপ্রিল (April) থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি। পঞ্চায়েত ভোটের আগে নিজেদের জমি এভাবেই শক্ত করতে চায়। এদিন তৃণমূলের তরফে সাংবাদিন বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) এবং চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharye)। বলেন, 'আমাদের দলের পক্ষ থেকে দিদির সুরক্ষাকবচকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ১ এপ্রিল থেকে ফের শুরু হবে দুয়ারে সরকার কর্মসূচি। এমন কাজ করতে হবে যাতে, তৃণমূলের গ্রহণযোগ্যতা যে কোনও দলকে চ্যালেঞ্জের মুখে আনতে পারে। তৃণমূল কংগ্রেস নিজের শক্তিতে আমাদের দর্শন অনুযায়ী কর্মসূচি পালন করে যাবে। যাঁরা বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা করবে, তার বিরুদ্ধে লড়াই চলবে'। এদিন দলের সঙ্গে বৈঠক করেন তৃণমূলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের ভাবমূর্তি বজায় রাখতে বৈঠকে একাধিক কৌশল নেওয়া হয়েছে। বৈঠক শেষে এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখিও হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।
শুক্রবার কালীঘাটের (Kalighat) বৈঠক শেষে, সাংবাদিক বৈঠক থেকে, এমনটাই জানালেন তৃণমূল নেতারা । রাহুল গাঁদীর দলকে বিগ বস বলে কটাক্ষ করে, সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়রা স্পষ্ট করে দিলেন, আগামী দিনেও, একলা চলো নীতি নিয়ে চলবেন তাঁরা এবং এভাবেই পৌঁছে যাবেন মানুষের কাছে ।
পঞ্চায়েত ভোট দরজায় কড়া নাড়ছে। তার আগে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরুপাচার মামলা, একাধিক ইস্যুতে অস্বস্তিতে তৃণমূল (TMC)। এই প্রেক্ষাপটে আজ কালীঘাটে বৈঠক ডাকেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আগেই খবর ছিল যে, এদিনও দুর্নীতি নিয়ে জিরো টলারেন্সের বার্তার পাশাপাশি দুর্নীতিতে অভিযুক্তদের ছেঁটে ফেলার মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে বৈঠকে। পঞ্চায়েত ভোটে দলের রণকৌশল কী হবে, তাও এদিন বৈঠকে ঠিক করে দেন পারেন তৃণমূলনেত্রী । বৈঠকে তৃণমূলের বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্য়ানদের ডাকা হয়।
ফিরছে পর্যবেক্ষক মডেল: এ দিন বৈঠকে জানানো হয়, তৃণমূলে (tmc) ফিরল পর্যবেক্ষক মডেল । বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হল ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মলয় ঘটকের মতো পুরনো নেতাদের। বৈঠকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ক্ষোভের মুখে পড়েন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি এবং বিদ্য়ুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।
আরও পড়ুন: East Burdwan News: বিশ্ববাংলার লোগো দেওয়া কুপন ব্যবহার করে চুপিসারে বালি পাচার, গ্রেফতার মূল চক্রী