কলকাতা: এসএসসি-র (SSC) চেয়ারম্যানকে সশরীরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। আগামীকাল সকাল ১০.৩০-এ সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের। নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। এসএসসি-র কাছে রিপোর্ট চেয়ে পাঠায় হাইকোর্ট। রিপোর্ট জমা না পড়ায় এসএসসি-র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ। এসএসসি-র চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। 


SSC’র নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশ অমান্য করায় ফের তলব করা হল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাঁকে হাইকোর্টে তলব করেছেন বিচারপতি রাজশেখর মান্থা। ২০১৬-য় নবম দশমের ভূগোলের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় গত ৭ই জুন SSC-কে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় আদালত। ১৬ই জুন, SSC’র তরফে একটি রিপোর্ট দেওয়া হয় কিন্তু, তা অসম্পূর্ণ থাকায়, ফের রিপোর্ট তলব করেন বিচারপতি।


কিন্তু SSC জানায়, সিবিআই হেফাজতে রয়েছে সার্ভার রুম। তাই ডেটা সংগ্রহ করা যাচ্ছে না। যদিও এই যুক্তিতে সন্তুষ্ট নয় আদালত। তাই আগামীকাল তলব করা হয়েছে SSC-র চেয়ারম্যানকে। আজও রিপোর্ট দিতে পারেনি। 


সম্প্রতি এসএসসি-নিয়োগে দুর্নীতির তদন্তে দিকে দিকে অভিযানে নামে সিবিআই। হাইকোর্টের বার্তার পরেই শুরু হয় পদক্ষেপ। গত বৃহস্পতিবার মধ্য শিক্ষা পর্ষদের (wbbse) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে  বাড়ি থেকে ডেকে আনা হয় সিবিআইয়ের তরফে। পর্ষদ অফিসে এনে সিবিআই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে (Kalyanmoy Gangopadhyay) জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্রের খবর। 


সূত্রে খবর, বারবার তলব করা হলেও পর্ষদের অফিসে আসছিলেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এদিকে পর্ষদের অফিসে এসে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাদাপাড়ার আবাসনে যান তাঁরা। সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সিবিআই আধিকারিকরা। পরে তাঁকে নিয়ে আসা হয় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেখানেই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  


SSC মামলায় তদন্তের স্টেটাস রিপোর্ট: উল্লেখ্য, গতকালই কলকাতা হাইকোর্টে SSC ও TET মামলায় তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা  হাইকোর্টে পৌঁছন। সূত্রের খবর, তদন্তে কী কী উঠে, কোন পথে তদন্ত হয়েছে, এ সম্পর্কেই হাইকোর্টে স্টেটাস রিপোর্ট জমা দেন সিবিআই।  


এজলাস বদল: চলতি মাসেই এজলাস বদল হয় SSC-র কিছু মামলার। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, SSC সংক্রান্ত নতুন মামলা হলে তার শুনানির যায় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। দুর্নীতি সংক্রান্ত বর্তমান কিছু মামলার শুনানি চলবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাসেই।


আরও পড়ুন: Debangshu Bhattacharya : দ্রৌপদীকে Z+ নিরাপত্তা, যশবন্তের নয় কেন, প্রশ্ন তুললেন দেবাংশু