Share Market LIVE: বাজার বিশেষজ্ঞদের কথাই সত্যি হল। একদিন 'বুলস বুম' দেখিয়ে ধরাশায়ী হল ভারতীয় শেয়ার বাজার। বুধবার বাজার খোলার পর থেকে নামতে থাকে সূচক। দশটার মধ্যেই নিফটি ১.২৭ শতাংশ কমে যায়। ফলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই সূচক গিয়ে দাঁড়ায় ১৫,৪৪০-এ।


Stock Market Opening: গতকালের পর থেকে বিরাট পতন
মঙ্গলবার একেবারে বুলস মার্কেট দেখেছিল বাজার। একের পর এক বাধার পয়েন্ট টপকে ১৫,৬০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছিল নিফটি। অনেকের মতে, মার্কিন বাজার ডাও ফিউচারের দিকে তাকিয়ে এই গতি পেয়েছিল ভারতীয় শেয়ার বাজার। যদিও বুধবার পুরো উল্টো পথে হাঁটছে সূচক। সকাল থেকে প্রায় সব ইনডেক্সে পতন দেখা গিয়েছে। সেনসেক্স ৫১,৯০০-তে চলে এসেছে। যা দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত বিনিয়োগকারীরা।


Share Market LIVE: কোন খাতের কী অবস্থা ?
এদিন বেলা দশটার মধ্যে নিফটি আইটি ১.৩৩ শতাংশ পড়ে যায়। যার প্রভাব দেখা যায় আইটি স্টকগুলোতে। টিসিএস, ইনফোসিসি, উইপ্রো সব স্টকই আজ লালে ট্রেড করছে। গতকালের পর এই স্টকগুলিকে বিক্রি জারি রয়েছে। সব থেকে খারাপ অবস্থা নিফটি মেটালের । যেখানে ৪ শতাংশের বেশি পড়েছে সূচক। হাহাকার লেগে গিয়েছে সেইল, ন্যাশনাল অ্যালুমুনিয়াম, হিন্দুস্থান কপারের মতো স্টকগুলিতে।


Stock Market Update: ১৩,৭৫০ পর্যন্ত নামতে পারে নিফটি ?
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখনও চিন্তা কমেনি বাজারে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের পাশাপাশি দেশীয় বিনিয়োগকারীরাও এখন বাজার থেকে দূরে থাকছেন। ফলে বিক্রি বেড়েই চলেছ ভারতের শেয়ার বাজারে। যার প্রভাব দেখা যাচ্ছে প্রত্যেকের পোর্টফোলিওতে। অনেকেরই ধারণা, আমেরিকার শেয়ার মার্কেটের দিকে তাকিয়ে দেশের বাজার। সেই ক্ষেত্রে নিফটি সর্বনিম্ন ১৩,৭৫০ পয়েন্ট পর্যন্ত যেতে পারে। তবে কেউ কেউ বলছেন, ১৪,০০০-এর ওপর থেকেও ঘুরে দাঁডা়তে পারে বাজার। সেই ক্ষেত্রে মেজর সাপোর্ট বা রেজিস্ট্যান্ট থেকেই ঘুরে দাঁড়াবে সূচক।


Stock Market Opening: এখন কীভাবে বিনিয়োগ করা ভাল ?
বাজার বিশেষজ্ঞরা বলছে অস্থিরতার কথা মাথায় রেখে এখন বড় বিনিয়োগের দিকে হাঁটা ঠিক নয়। বরং সেই স্টক বড় সাপোর্টের কাছে এলেই SIP করা উচিত আমানতকারীদের। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্ববাজারের মন্দা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এত সহজে সেই পরিস্থিতি ঠিক হওয়ার নয়। তাই এখনই বড় ফাটকা খেললে তার ফল ভুগতে হবে বিনিয়োগকারীদের।


আরও পড়ুন : SBI ATM Transactions: স্টেট ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলছেন, কত চার্জ কাটছে জানেন ?