কলকাতা: মধ্যরাতে করুণাময়ীতে তুলকালাম! জোর করে ২০১৪-র টেট প্রার্থীদের অনশন-আন্দোলন ভেঙে দিল পুলিশ! পুলিশি অভিযানে ভাঙল অনশনরত ক্লান্ত, অবসন্ন চাকরিপ্রার্থীদের প্রতিরোধ। নির্যাতনের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি বাম-বিজেপি-কংগ্রেসের।
চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলতে রাতের অন্ধকারে পুলিসি অভিযান ঘিরে রণক্ষেত্র করুণাময়ী। আন্দোলনকারীদের নির্যাতনের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিরোধীরা। করুণাময়ীতে বেলা ১২টায় জমায়েতের ডাক এসএফআই-ডিওয়াইএফআই-এর।
পুলিশি অভিযানে রাতের অন্ধকারে ভাঙল অনশন। চাকরি চেয়ে জুটল পুলিশের ঘাড়ধাক্কা!কারও ভাঙল নাক!একদিকে, করুণাময়ীতে ২০১৪’র টেট উত্তীর্ণদের আন্দোলন, অন্যদিকে ১০ নম্বর ট্যাঙ্কের কাছে আন্দোলন ২০১৭’র চাকরিপ্রার্থীদের। ঘিরে বিক্ষোভে-স্লোগানে করুণাময়ীতে টানটান উত্তেজনা ছিল দিনভর। একের পর এক আন্দোলনকারী অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু, তাতেও তাঁরা দমেনি।
এরই মধ্যে বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে ফেরার পর টেট উত্তীর্ণদের আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে, তিনি বিশেষ কিছু না বললেও, ইঙ্গিতপূর্ণ একটি কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী বলেন, আমি বললাম না, আমি এসব নিয়ে কিছু বলব না। আমি বললাম, যা বলার ব্রাত্য বলবে। কারণ, আমি তো জানি না ডিটেলস্।
এই প্রেক্ষিতে আদালতের নির্দেশের পর সন্ধেতেই সক্রিয় হয় পুলিশ। জোর করে ভেঙে দেওয়া হয় ২০১৪-র টেট প্রার্থীদের অনশন-আন্দোলন। রাতেই অনশন-স্থলে যান সিপিএম, বিজেপি ও কংগ্রেস নেতারা। পুলিশ ও সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন তাঁরা। নির্যাতনের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বাম-বিজেপি-কংগ্রেস। দেয় কোর্টে যাওয়ার হুঁশিয়ারি।
পুলিশি অভিযানে রাতের অন্ধকারে ভাঙল অনশন। চাকরি চেয়ে জুটল পুলিশের ঘাড়ধাক্কা!কারও ভাঙল নাক!একদিকে, করুণাময়ীতে ২০১৪’র টেট উত্তীর্ণদের আন্দোলন, অন্যদিকে ১০ নম্বর ট্যাঙ্কের কাছে আন্দোলন ২০১৭’র চাকরিপ্রার্থীদের। ঘিরে বিক্ষোভে-স্লোগানে করুণাময়ীতে টানটান উত্তেজনা ছিল দিনভর। একের পর এক আন্দোলনকারী অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু, তাতেও তাঁরা দমেনি।
এরইমধ্যে বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে ফেরার পর টেট উত্তীর্ণদের আন্দোলন প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে, তিনি বিশেষ কিছু না বললেও, ইঙ্গিতপূর্ণ একটি কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী বলেন, আমি বললাম না, আমি এসব নিয়ে কিছু বলব না। আমি বললাম, যা বলার ব্রাত্য বলবে। কারণ, আমি তো জানি না ডিটেলস্।
এই প্রেক্ষিতে আদালতের নির্দেশের পর সন্ধেতেই সক্রিয় হয় পুলিশ। জোর করে ভেঙে দেওয়া হয় ২০১৪-র টেট প্রার্থীদের অনশন-আন্দোলন। রাতেই অনশন-স্থলে যান সিপিএম, বিজেপি ও কংগ্রেস নেতারা। পুলিশ ও সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন তাঁরা। নির্যাতনের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বাম-বিজেপি-কংগ্রেস। দেয় কোর্টে যাওয়ার হুঁশিয়ারি।
রাতের অন্ধকারে ৮৪ ঘণ্টার মাথায় আন্দোলন ভেঙে ৬১ ঘণ্টার অনশন তুলে দিল পুলিশ। রাতেই আন্দোলনস্থল ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয় সাফাইকর্মীরা। অন্যদিকে, ১০ নম্বর ট্যাঙ্কের কাছে আন্দোলনরত ২০১৭’র চাকরিপ্রার্থীদেরও বুঝিয়ে সুঝিয়ে তুলে দেয় পুলিশ। পুলিশের বাসে করে তাঁরা রওনা হন হাওড়া ও শিয়ালদার দিকে।
করুণাময়ীতে ২০১৪-র টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের পুলিশ অভিযান চালিয়ে তুলে দেওয়ার ঘটনার কড়া নিন্দা করে ট্যুইট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ২০১৪-র টেট উত্তীর্ণদের অবস্থানকে নির্মমভাবে বলপ্রয়োগ করে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গ, না কি, হিটলারের জার্মানি?