কলকাতা: SSC-র সার্ভার রুমের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যাতে কেউ বাইরে থেকে সার্ভার রুমের কম্পিউটার অ্যাকসেস করতে না পারে, তার জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। এমনিতে এখন সিল করা রয়েছে সার্ভার রুম। পাশাপাশি, SSC ভবনের যে ঘরে ১৪টি কম্পিউটার ও যে ঘরে ৬টি আলমারি রয়েছে, সেই ঘর দু’টিও সিল করে দিয়েছে সিবিআই। SSC ভবনে পাহারার জন্য মোতায়েন রয়েছে সিআরপিএফ (CRPF)। উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ও শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব করেছে রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar)। ইতিমধ্যেই রাজভবনে (Rajbhawan) গিয়েছেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব। এসএসসি দুর্নীতি মামলার মধ্যেই তলব ঘিরে জল্পনা তৈরি হয়েছে।
ডেটাবেস রুম সিল: কলকাতা হাইকোর্টের নির্দেশে SSC ভবনের ডেটাবেস রুম আগেই সিল করেছে সিবিআই। কমিশনের দফতরে মোতায়েন রয়েছে সিআরপিএফ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তখনই কম্পিউটার সার্ভার লক করে দিয়েছে সিবিআই। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি কম্পিউটারে যে সব ডিজিট্যাল ইমেজ রয়েছে, তা সংগ্রহ করা হয়েছে। যাতে কেউ তথ্যপ্রমাণ মুছে দেওয়া বা বিকৃত করার চেষ্টা করলে তা সিবিআই জানতে পারে।
অনুমতি ছাড়া ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা: গত ১৮ মে এসএসসি অফিসে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে এসএসসি অফিসে নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। সেখানে কারও অনুমতি ছাড়া ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এর পর এসএসসি অফিসে প্রবেশাধিকার নিয়ে আদালতের নির্দেশ সংশোধন করা হয়েছিল। কয়েকজনকে দেওয়া হয়েছিল ঢোকার ছাড়পত্র। নতুন নির্দেশে বলা হয়, এসএসসি-র চেয়ারম্যান, স্টেনো, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চেয়ারম্যানের পরামর্শদাতা ছাড়া কেউ ঢুকতে পারবেন না।
আরও পড়ুন: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব রাজ্যপালের
উল্লেখ্য, SSC নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের নজরে রয়েছে উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি। সূত্রের খবর, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের যাবতীয় সম্পত্তির হিসেব চাওয়া হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আয়কর সংক্রান্ত নথিও চেয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা। পাশাপাশি, SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা-সহ পাঁচ সদস্যের নামে-বেনামে শেষ পাঁচ বছরে কোথায় কত সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত সমস্ত নথিও চাওয়া হয়েছে। খবর সিবিআই সূত্রে।