কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কু-মন্তব্যের প্রতিবাদে বিজেপি। কলেজ স্কোয়ারে বিজেপি মহিলা মোর্চার মিছিল। অন্যদিকে, বিধানসভায় বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ হতেই বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগ নিয়ে বিধানসভায় আলোচনা করার দাবি জানায় বিরোধী দল। বিজেপির পরিষদীয় কমিটির বৈঠকে মন্ত্রী অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবাদে বিধানসভার ভিতরেই স্লোগান দেন বিজেপি বিধায়করা। 


রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরির কুরুচিকর মন্তব্যের আঁচ এসে পড়ল বিধানসভায়। মন্ত্রিসভা থেকে অখিল গিরিকে বরখাস্ত করার দাবিতে আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। অধ্যক্ষ তা খারিজ করে দেন। এই নিয়ে বিধানসভার ভিতরে-বাইরে বিক্ষোভ দেখায় গেরুয়া ব্রিগেড। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও।


সেই ইস্যুকে হাতিয়ার করে বিধানসভা থেকে রাজপথ, তৃণমূল সরকারকে চেপে ধরার কৌশল নিল বিজেপি। বিক্ষোভ-প্রতিবাদ-মিছিলের গনগনে আঁচে তেতে উঠল রাজনীতির ময়দান। সম্প্রতি রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন পূর্ব মেদিনীপুরের রামনগরের তৃণমূল বিধায়ক ও কারামন্ত্রী অখিল গিরি। সোমবার বিধানসভার অধিবেশনে পরিষদীয় দলের বৈঠকের পরে। অখিল গিরিকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি।


অধিবেশনের শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন। অধ্যক্ষ বলেন, যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই এ নিয়ে বিধানসভায় আলোচনা করা যায় না। একথা শুনেই বিজেপি বিধায়করা নিজেদের আসনে দাঁড়িয়েই স্লোগান তুলতে থাকেন। পাল্টা বীরবাহা হাঁসদা সম্পর্কে মন্তব্যকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন তৃণমূলের মহিলা বিধায়করা। প্রথমার্ধের শেষে বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে বেরিয়ে ফের বিক্ষোভ দেখান।  এরইমধ্যে নিজের কুমন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও, কৌশলে সাফাই দেওয়ারও চেষ্টা করেন অখিল গিরি। অধিবেশনের দ্বিতীয়ার্ধেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। শেষ অবধি বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি।


ঠিক কী হয়েছিল? কুরুচিকর মন্তব্যের স্রোতে রেহাই পেলেন না খোদ রাষ্ট্রপতি! নন্দীগ্রামে নেতা-মন্ত্রীদের সামনেই দ্রৌপদী মুর্মু সম্পর্কে বেলাগাম কারাগার প্রতিমন্ত্রী। যা নিয়ে বঙ্গ রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে। চাপে পড়ে সুর বদলেছেন মন্ত্রী। তাঁকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। প্ররোচনার শিকার, অখিলের মন্তব্যের সমালোচনা করেও দাবি তৃণমূলের। 


আরও পড়ুন: Calcutta High court: হেরিটেজ-রক্ষায় কড়া নির্দেশ, রবীন্দ্রভারতীর দুই ক্যাম্পাসে গজিয়ে ওঠা পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের