West Bengal Live Blog: আর জি কর থেকে আসফাকুল্লা, জোড়া মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

West Bengal News Update: গোটা রাজ্যের সব খবর.. জেনে নিন এক ঝলকে

ABP Ananda Last Updated: 23 Jan 2025 12:27 AM

প্রেক্ষাপট

কলকাতা: চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে আজ রাজ্য সরকারের আবেদন শুনে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল সিবিআই। দোষীর শাস্তি নিয়ে প্রশ্ন তুলে মামলা করতে পারে, সিবিআই, নির্যাতিতার পরিবার...More

Kolkata News: ইন্সটিটিউট অফ হিউম্যান রিপ্রোডাকশন বা IHR নামে পার্কসার্কাসের এক IVF সেন্টারকে ৫ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন

ইন্সটিটিউট অফ হিউম্যান রিপ্রোডাকশন বা IHR নামে পার্কসার্কাসের এক IVF সেন্টারকে ৫ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন। গুঞ্জন কোঠারি নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই নির্দেশ বলে জানা গেছে। অভিযোগ, টেস্টটিউবের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন না মেনে এক অজ্ঞাতদাতার ডিম্বাণু ব্যবহার করে অভিযোগকারীর স্ত্রীকে সন্তান ধারনে সক্ষম করা হয়। পরবর্তী সময় ওই শিশুর এক জটিল রোগ হয়। ডিম্বাণু দাতার পরিচয় অজ্ঞাত থাকায় বিনা চিকিৎসায় মারা যায় শিশুটি। প্রতিক্রিয়া মেলেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।