West Bengal Live Blog: আর জি কর থেকে আসফাকুল্লা, জোড়া মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
West Bengal News Update: গোটা রাজ্যের সব খবর.. জেনে নিন এক ঝলকে
ইন্সটিটিউট অফ হিউম্যান রিপ্রোডাকশন বা IHR নামে পার্কসার্কাসের এক IVF সেন্টারকে ৫ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন। গুঞ্জন কোঠারি নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই নির্দেশ বলে জানা গেছে। অভিযোগ, টেস্টটিউবের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন না মেনে এক অজ্ঞাতদাতার ডিম্বাণু ব্যবহার করে অভিযোগকারীর স্ত্রীকে সন্তান ধারনে সক্ষম করা হয়। পরবর্তী সময় ওই শিশুর এক জটিল রোগ হয়। ডিম্বাণু দাতার পরিচয় অজ্ঞাত থাকায় বিনা চিকিৎসায় মারা যায় শিশুটি। প্রতিক্রিয়া মেলেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।
টালিগঞ্জের সিরিটি শ্মশানের সংস্কার। তৈরি হচ্ছে ২ টো নতুন ইলেকট্রিক চুল্লি, ১ টি কাঠের চুল্লি। কাটা হয়েছে একটি পুকুর, যেখানে সরাসরি গঙ্গার জল আসবে। ৬-৭ মাসের মধ্য়েই কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী কলকাতা পুরসভা।
মঞ্চে অশালীন আচরণ, তৃণমূল বিধায়কের 'অমৃত' বচন! মমতার তিরস্কারের পরে এবার শাস্তির মুখে নারায়ণ? অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। মঞ্চেই অশালীন মন্তব্য, অঙ্গভঙ্গি করে বিতর্কে নারায়ণ গোস্বামী। বিধায়কের আচরণে ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব, পদক্ষেপের নির্দেশ। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে জেলা কমিটিতে। দল এই ধরণের মন্তব্য অনুমোদন করে না: জয়প্রকাশ মজুমদার
সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য, গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন সিবিআইয়ের। আর জি কর-কাণ্ডে হাইকোর্টে রাজ্যের দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন সিবিআই-এর। পরিবার এই মামলার কথা জানে ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের না, আদালতে জানাল রাজ্য পরিবার ছাড়া কি এই বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব ? প্রশ্ন বিচারপতি বসাকের। 'আমরা যদি পরিবার কি ভাবছে সেটা জানতে চাই তাহলে কি আপনাদের কোনও অসুবিধা আছে?' রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। আজকের মধ্যে পরিবারকে জানানো সম্ভব? প্রশ্ন বিচারপতির, হ্যাঁ, জানাল রাজ্য। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি
'এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশনামায় দেখা যাচ্ছে, তদন্তকারী সংস্থার মামলা গ্রহণ করা হলেও রাজ্যের আবেদন গ্রহণ করা হয়নি', তারা মামলা করতে পারে না এই মর্মে সুপ্রিম কোর্ট মতপ্রকাশ করেছিল, মন্তব্য বিচারপতির। 'মহামান্য আদালত সুপ্রিম কোর্টের যে নির্দেশের কথা বলছেন সেখানে অভিযুক্তকে খালাস করে দেওয়া হয়েছিল', কিন্তু এখানে পরিস্থিতি অন্য, সওয়াল রাজ্যের।
আর জি কর থেকে আসফাকুল্লা, জোড়া মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। FIR বিতর্কে জোর ধাক্কা পুলিশের, হাইকোর্টে আসফাকুল্লা নাইয়ার স্বস্তি। 'একপাতার অভিযোগেই তদন্ত শুরু, প্রমাণ কোথায়?'
'অভিভাবক হয়ে রাজ্যই ক্ষমতার প্রদর্শন করলে সাধারণ মানুষ কোথায় যাবে?' কলকাতা হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে রাজ্য সরকার। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে রাজ্য, গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন সিবিআইয়েরয মৃতের পরিবারকে না জানিয়েই মামলা রাজ্য সরকারের। মৃতের পরিবারকে ছাড়া বিচার চালানো সম্ভব? প্রশ্ন বিচারপতির
মমতার তিরস্কারের পরে এবার শাস্তির মুখে নারায়ণ? মঞ্চে গান গেয়ে, অশালীন মন্তব্য করে বিতর্কে নারায়ণ গোস্বামী। গান গেয়ে, অশালীন মন্তব্য করে বিতর্কে তৃণমূল বিধায়ক। অশোকনগরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে জেলা কমিটিতে। দল এই ধরণের মন্তব্য অনুমোদন করে না: জয়প্রকাশ মজুমদার।
বাঁকুড়ার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানও বদল। 'বামপন্থীদের দাপট বে়ড়ে গেছিল, সেটাই কমানো হল', প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা দায়িত্ব পেতেই হুঙ্কার সাংসদের। 'যেদিন থেকে দায়িত্বে, তখন থেকেই শুনেছি সরানো হবে। সহযোগিতা করে অব্যাহতি দেওয়ার জন্য ধন্যবাদ', তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে খোঁচা বিদায়ী চেয়ারপার্সনের। দল মনে করেছে যোগ্য নয়, তাই সরিয়ে দিয়েছে: বসুমিত্রা সিংহ পাণ্ডে --
'আজ গৌরবের দিন, তাড়াতে পেরেছি অলিখিত সিপিএমকে', প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন বদলের পরে পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদের।
'মমতার লোক হলেই দলে টিকে থাকতে পারবেন', দলে নিয়ন্ত্রণ নিয়ে এবার সাফ বার্তা পূর্ণেন্দু বসুর। 'দলে কেউ কারও নয়, একমাত্র মমতার হলেই টিকবেন', বনগাঁয় তৃণমূলের কিষাণ সম্মেলনে গিয়ে বার্তা পূর্ণেন্দুর।
তৃণমূল শিক্ষা সেলে হঠাৎ রদবদল, একাধিক নেতা বাদ! 'অভিষেকের নির্দেশ মেনে যারা কাজ করেন, সরানো হয়েছে তাদেরই। অভিষেককে সমর্থন করলেই কি দলবিরোধী?', পদ হারিয়ে চাঞ্চল্যকর দাবি তৃণমূলের শিক্ষক নেতার। 'জেলা সভাপতিদের সুপারিশ, নেত্রীর অনুমতি নিয়েই কমিটি পুনর্গঠন', রদবদল-বিতর্কে দাবি তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসুর।
রাজাবাগানে ১৩৮ নম্বর ওয়ার্ড পুরসভার শ্রমিকদের মারধর। বেআইনি বহুতল ভাঙতে গিয়ে আক্রান্ত পুর। পুলিশের সামনেই পুরসভার শ্রমিককে মারধরের অভিযোগ
মহারাষ্ট্রে ট্রেনে পিষ্ট হয়ে ৮জনের মৃত্যু, আহত ৪০। ট্রেনে আগুন লাগার গুজব, লাইনে নামতেই পিষ্ট! মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেনে পিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত। পুষ্পক এক্সপ্রেস থেকে নামতেই পিষে দিল উল্টোদিক থেকে আসা ট্রেন। ট্রেনে পিষ্ট হয়ে অন্তত ৮জন যাত্রী গুরুতর আহত: সূত্র।
হাইকোর্টে আসফাকুল্লা নাইয়ার স্বস্তি, পুলিশি তদন্তে স্থগিতাদেশ। জোর ধাক্কা পুলিশের, ৬ সপ্তাহের জন্য তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ। 'একপাতার অভিযোগেই তদন্ত শুরু, প্রমাণ কোথায়?'
'তথ্যপ্রমাণ জোগাড় করে তদন্ত শুরু করলে কি ক্ষতি হত?', ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার FIR নিয়েই প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
রাজ্যের পর এবার সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে যাচ্ছে CBI। শিয়ালদা কোর্টে আর জি কর-কাণ্ডে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ড। নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে CBI: সূত্র ।
বাইপাস অপারেশনের সময় রোগীর বুকের ভিতরে 'গজ'! চিকিৎসায় বিভ্রাট, মেডিকা হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানা। মেডিকা হাসপাতালকে ৫ লক্ষ টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের। SSKM-এ অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন রোগী। এই মাত্র বিষয়টি জানলাম, অর্ডার দেখে প্রতিক্রিয়া: মেডিকা ।
ভর দুপুরে ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে শ্যুটআউট! ব্যারাকপুরের পাইপরোডে গুলিবিদ্ধ যুবক। যুবকের বুকে গুলি, অবস্থা আশঙ্কাজনক
বাঘাযতীনের বিভীষিকা ফিরল ট্যাংরায়। খাস কলকাতায় ফের হেলে পড়ল বহুতল। আর সেই হেলে পড়া বহুতলকে ঘিরেই এখন আতঙ্কের প্রহর গুনছে ট্যাংরার ক্রিস্টোফার রোড। ছ'তলা আবাসন। তার নির্মাণকাজও এখনও পুরো শেষ হয়নি। সেই ছ'তলা নির্মীয়মাণ আবাসনই বিপজ্জনকভাবে হেলে পড়েছে পাশের একটা পাঁচতলা আবাসনের গায়ে। যে কোনও সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। একেবারে নতুন তৈরি এই আবাসন হেলে পড়ল কেন? এলাকাবাসীদের একাংশের মুখে উঠে আসছে সেই বেআইনি নির্মাণের অভিযোগ। যদিও, ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, তিনি এবিষয়ে আগে থাকতে কিছুই জানতেন না। ঘটনাস্থলে হেলে পড়া বহুতলের ছবি তুলতে দেখা যায় পুলিশকে। আর এখানেই বিরোধীদের বক্তব্য, আগে থাকতে নজরদারি থাকলে এমন বিপর্যয় ঘটত না।
প্রেক্ষাপট
কলকাতা: চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়ের শাস্তি নিয়ে আজ রাজ্য সরকারের আবেদন শুনে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলল সিবিআই। দোষীর শাস্তি নিয়ে প্রশ্ন তুলে মামলা করতে পারে, সিবিআই, নির্যাতিতার পরিবার কিংবা অভিযুক্ত নিজে, দাবি করে তদন্তকারী সংস্থা সিবিআই । এক্ষেত্রে রাজ্য সঞ্জয়ের শাস্তি নিয়ে হাইকোর্টে মামলা করেছে। এই প্রেক্ষাপটে রাজ্যকে বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন, পরিবার এই মামলার কথা জানে ? রাজ্য জানায়, না তারা জানে না। তখনই হাইকোর্ট প্রশ্ন করে, 'পরিবার আদালতের বাইরে কি মতামত প্রকাশ করছেন সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু তাদের ছাড়া কি এই বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব ?' রাজ্যের কাছে আদালত জানতে চায়, 'আমরা যদি পরিবার কি ভাবছে সেটা জানতে চাই তাহলে কি আপনাদের কোনও অসুবিধা আছে? আজকের মধ্যে তাঁদের জানানো সম্ভব'। রাজ্য জানায়, সম্ভব। বিচারপতি বলেন, 'আমরা তাদের বক্তব্যও শুনতে চাই'। তারপর এই মামলার শুনানি আগামী সোমবার হবে বলে জানানো হয়।
অন্যদিকে, বাঘাযতীনের বিভীষিকা ফিরল ট্যাংরায়। খাস কলকাতায় ফের হেলে পড়ল বহুতল। আর সেই হেলে পড়া বহুতলকে ঘিরেই এখন আতঙ্কের প্রহর গুনছে ট্যাংরার ক্রিস্টোফার রোড। ছ'তলা আবাসন। তার নির্মাণকাজও এখনও পুরো শেষ হয়নি। সেই ছ'তলা নির্মীয়মাণ আবাসনই বিপজ্জনকভাবে হেলে পড়েছে পাশের একটা পাঁচতলা আবাসনের গায়ে। যে কোনও সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। একেবারে নতুন তৈরি এই আবাসন হেলে পড়ল কেন? এলাকাবাসীদের একাংশের মুখে উঠে আসছে সেই বেআইনি নির্মাণের অভিযোগ। যদিও, ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সন্দীপন সাহার দাবি, তিনি এবিষয়ে আগে থাকতে কিছুই জানতেন না। ঘটনাস্থলে হেলে পড়া বহুতলের ছবি তুলতে দেখা যায় পুলিশকে। আর এখানেই বিরোধীদের বক্তব্য, আগে থাকতে নজরদারি থাকলে এমন বিপর্যয় ঘটত না।
অন্যদিকে, তৃণমূল শিক্ষা সেলে রদবদল বিতর্ক। বাদ পড়লেন একাধিক শিক্ষক নেতা। 'অভিষেকের নির্দেশ মেনে যাঁরা কাজ করেন তাঁদের সরানো হয়েছে', পদ হারিয়ে চাঞ্চল্যকর দাবি শিক্ষক নেতার। 'যাঁরা অভিষেককে সমর্থন করি তাঁরা কি দলবিরোধী?', প্রশ্ন শিক্ষক নেতাদের একাংশের মুখে। 'জেলা সভাপতিদের সুপারিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই কমিটি পুনর্গঠন', দাবি তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসুর। তৃণমূল শিক্ষা সেলে রদবদলে নতুন সমীকরণ?
আরও পড়ুন: IT Raid: নামী প্রযোজকের বাড়িতে হঠাৎ হানা দিল আয়কর বিভাগ, ৮ জায়গায় চলল তল্লাশি; কেন ?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -