সৌভিক মজুমদার, কলকাতা: রাজ্যের (West Bengal) অ্যাডভোকেট জেনারেল (Advocate General) পদত্যাগ করলেন। রাজ্যপালকে (Governor CV Ananda Bose) মেল করে পদত্যাগ করলেন। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumedra Nath Mukherjee) এই মুহূর্তে বিদেশে রয়েছেন। বিদেশ থেকেই মেলে পদত্যাগপত্র পাঠালেন রাজ্যপালের কাছে। হঠাৎ কেন পদত্যাগ, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে আইনজীবী মহলে।                                                                                             


আচমকা অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ AG-র পদ ছাড়লেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumedra Nath Mukherjee)। শুধুমাত্র রাজ্য়পালকে ই-মেল করে পদত্য়াগ পত্র পাঠিয়েছে তিনি।  সূত্রের খবর, একলাইনের সেই ইস্তফাপত্রে লেখা রয়েছে,  resign with immidiate effect...


সূত্রের খবর, বর্তমানে বিদেশে রয়েছেন সৌমেন্দ্রনাথ। বিদেশ থেকেই সি ভি আনন্দ বোসকে পদত্য়াগ পত্র পাঠিয়েছেন তিনি। মঙ্গলবার পাবলিক প্রসিকিউটর পদ থেকে ইস্তফা দেন শাশ্বতগোপাল মুখোপাধ্যায়। নতুন পিপি হন দেবাশিস রায়।


তখন থেকেই, AG-র পদেও সৌমেন্দ্রনাথ ইস্তফা দিতে পারেন বলে জল্পনা শুরু হয়। অবশেষে অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব পাওয়ার ২ বছরের মধ্য়েই ইস্তফা দিলেন তিনি।  
 
২০২১-র ১৪ সেপ্টেম্বর রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে কিশোর দত্ত ইস্তফা দেওয়ার পরই তাঁর জায়গায় নতুন AG হন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 
তিনি বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য, বিজেপি নেতা সত্যব্রত মুখোপাধ্যায়ের ছেলে।


১৯৯৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হন সত্যব্রত মুখোপাধ্যায়। অটলবিহারী বাজপেয়ী মন্ত্রিসভায় রসায়ন ও সার প্রতিমন্ত্রী হন৷ কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন৷ তাঁরই ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্য়ায়।             


২০১১-এ তৃণমূল ক্ষমতায় আসার পর, পাঁচবার অ্য়াডভোকেট জেনারেল পরিবর্তন হয়। প্রথমে ছিলেন অনিন্দ্য় মিত্র তারপর বিমল চট্টোপাধ্য়ায় এরপর অ্য়াডভোকেট জেনারেল হন জয়ন্ত মিত্র তারপর এই পদে ছিলেন কিশোর দত্ত। তিনি ইস্তফা দেওয়ার পর এই পদে আসেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্য়ায়। জল্পনা চলছে, এই পদে আবার ফিরতে পারেন কিশোর দত্ত। 


আরও পড়ুন: Nausad On Abhishek:'ডায়মন্ড হারবারে' দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশের পরেই 'মুণ্ডুপাত' শুরু ! মুখ খুললেন নৌশাদ