সঞ্চয়ন মিত্র, কলকাতা: মঙ্গলবারের পর থেকে ফের বাড়বে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পেরোবে পশ্চিমের জেলাগুলির। উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরের তাপমাত্রাও বেশ খানিকটা বাড়বে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে উত্তরবঙ্গের বাকি জেলায় আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ফের বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা: খানিক স্বস্তি দিয়েছে ঝড়-বৃষ্টি। তবে জুন মাসের শুরু থেকে ফের চড়তে চলেছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শুকনো আবহাওয়া, ফলে বাড়বে গরম। ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরোবে। উত্তরবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রাও বেশ কিছুটা বাড়বে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের দু এক জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। এখনই তাপপ্রবাহের সতর্কবার্তা নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
28-May | 26.0 | 35.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
29-May | 27.0 | 36.0 | Partly cloudy sky | |
30-May | 27.0 | 37.0 | Partly cloudy sky | |
31-May | 28.0 | 38.0 | Partly cloudy sky | |
01-Jun | 28.0 | 38.0 | Mainly Clear sky | |
02-Jun | 28.0 | 38.0 |
Mainly Clear sky
|
এদিকে তাপমাত্রার হেরফেরে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দিচ্ছে। শিশুরা তো বটেই, জ্বর-কাশি থেকে রেহাই পাচ্ছেন না বয়স্করাও। আবহাওয়ার এই রকমফের দেখে রোগ-জ্বর বালাই সম্পর্কে সতর্ক থাকতে বলছেন চিকিত্সকরা। কাশি হলে কমতে সময় লেগে যাচ্ছে অনেক দিন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সময় বাড়তি সতর্কতা ও যত্ন প্রয়োজন বলে পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।
আরও পড়ুন: Health News : ডায়াবেটিস-সহ একাধিক কঠিন রোগ প্রতিরোধ করতে পারে, রোজ পাতে রাখুন ১টি কাঁচা পেঁয়াজ