দীপক ঘোষ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: করোনার (Covid) ধাক্কা সামলে এবার মহা সমারোহে রাজ্য জুড়ে রামনবমী (Ram Nabami Celebration) পালনের উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। এমনকি এই কর্মসূচি সফল করতে তৃণমূলের (TMC) নেতা-বিধায়করাও এবার এগিয়ে এসেছেন বলে দাবি পরিষদের। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল (TMC)। কটাক্ষ করেছে সিপিএমও।


করোনা আবহে গত দু’বছর ধরে রামনবমী (Ram nabami) পালন করতে পারেনি বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। এমনকি কোনও শোভাযাত্রাও হয়নি! 


কিন্তু বর্তমানে রাজ্যে করোনার সংক্রমণ (Covid Graph) নিম্নমুখী। এই অবস্থায়, বৃহস্পতিবারই প্রায় দু’বছর পর রাত্রিকালীন বিধিনিষেধ তুলে নিয়েছে রাজ্য সরকার। এই আবহে পরিষদ জানিয়েছে, এই মুহূর্তে করোনা সংক্রমণের ভীতি তেমন না থাকায় এবার ধুমধাম করে মহা সমারোহে রামনবমী পালন করা হবে। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, গোটা রাজ্যে এই কর্মসূচি সফল করতে এবার তৃণমূলের নেতা-বিধায়করাও এগিয়ে এসেছেন।   


মহা সমারোহে রামনবমী পালনে উদ্যোগী VHP,তীব্র কটাক্ষ সিপিএমের (CPM)। এ প্রসঙ্গে  সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শমীক লাহিড়ি বলেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে, চাকরি নেই, না খেতে পেয়ে মানুষ মরছে। আর হনুমানের দল রাস্তায় নেমে পড়ছে। 


আরও পড়ুন: Ranpurhat Violence: অনুব্রতর ঘনিষ্ঠ ছিল ধৃত আনারুল? নির্বাচন কমিটি গঠনের ভাইরাল নথি ঘিরে বিতর্ক


বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, এবার কলকাতা শহরের বুকে দুটি রামনবমীর শোভাযাত্রা বের করা হবে। একটি উত্তর কলকাতায়, অপরটি দক্ষিণ কলকাতায়। 


১০ এপ্রিল রামনবমী। এই রামনবমীকেই ঘিরেই রাজ্য রাজনীতিতে ডিভিডেন্ট তুলতে চেয়েছিল বিজেপি। বিধানসভা ভোটের পর, যা নিয়ে কার্যত বিতর্কও হয়েছে বিস্তর।  বাংলায় শুধু রামের নামেই ভোট বৈতরণী পার হওয়া সম্ভব কিনা, তা নিয়েও মতভেদ মাথাচাড়া দিয়েছে। এই আবহে, এবারের রামনবমী রাজ্য বিজেপিকে আগামীদিনে কোনও ডিভিডেন্ট দেয় কিনা, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।