মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ফের দুঃসাহসিক চুরি, অন্ডাল (Andal) এর পর এবার লাউদোহা থানার বালিজুড়িতে চুরির ঘটনা। ওই থানারই সিভিক পুলিশের বাড়িতে, বাবা প্রাক্তন ECL কর্মী, প্রতিবেশীদের বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল সবাই দুপুরে, বাড়িতে ফিরে দেখে প্রায় ১২ ভরি সোনার গয়না ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাড়ির পিছন দিক দিয়ে তালা ভেঙে ঢোকে চোরের দল, একের পর এক প্রায় দিন চুরির ঘটনা ঘটছে দুর্গাপুরের (Durgapur) বিভিন্ন জায়গায়, আতঙ্কে এলাকাবাসী। তদন্তে আসানসোল দুর্গাপুর (Durgapur) পুলিশ। 


এর আগে অন্ডালে এমনই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পরে 


বৌদিকে অপহরণ করে পাচারের অভিযোগ দেওরের বিরুদ্ধে


স্বামী ভিন রাজ্যে কর্মরত। এই সুযোগে স্ত্রীকে অপহরণ করে বিহারে পাচার করার অভিযোগ উঠল স্বামীর ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর এলাকায়। অভিযুক্তরা পলাতক। অপহৃত হওয়া ওই গৃহবধূর নাম রিনা বিবি। বয়স ২৭। অপহৃত হওয়া ওই মহিলার খোঁজে হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্বামীর ভাই-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভাটোল চণ্ডীপুর এলাকার রিনা বিবির বিয়ে হয় দৌলতপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের সঙ্গে। জাহাঙ্গীর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। স্ত্রী রিনা বিবি বাড়িতে একা থাকত। মাঝে মাঝেই জাহাঙ্গীরের ভাইরা রিনা বিবিকে উত্যক্ত করত, কু-প্রস্তাব পর্যন্ত দিত বলে অভিযোগ।


গত সোমবার থেকে হঠাৎ করে রিনা বিবি নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ রিনা বিবির মা জানান তাঁর মেয়েকে অপহরণ করে বিহারে পাচার করা হয়েছে। এই কাজে মদত জুগিয়েছে জাহাঙ্গীরের ভাই সাহিল ,আবুয়া, মাসেদ। এই ঘটনায় ইতিমধ্যে জাহাঙ্গীরের ভাই-সহ আরও কয়েক জনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত হওয়া রিনা বিবির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তরা পলাতক।