অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শহরের ৩৮টি রাস্তার শ্রী ফেরাতে এবার সার্বিক মেরামতির কাজে হাতে নিচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipality Corporation)। একই সঙ্গে অর্থ দফতরের অনুমোদন পেলে শহরের ৯টি বড় রাস্তায় মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টামের কাজেও খুব শীঘ্রই হাত দেওয়া হবে বলে পুরসভা (Kolkata Municipality Corporation) সূত্রে খবর।
কলকাতার (Kolkata) উঁচু নিচু রাস্তা নিয়ে অভিযোগ বিস্তর। খোদ মেয়রের দাবি, শহরর রাস্তায় গাড়ি চালালে রোলার কোস্টারে চড়ার মতো অভিজ্ঞতা হয়। বর্ষায় জল জমে দুর্ভোগ আরও বাড়ে। এবার তাই বর্ষার আগেই কলকাতার গুরুত্বপূর্ণ ৩৮টি রাস্তার মেরামতি সেরে ফেলতে চাইছে পুরসভা।
এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কলকাতার রাস্তায় খানাখন্দ নেই। কিন্তু একটু জোরে গাড়ি চালালে আমাদের আর রোলার কোস্টারে চড়ার প্রয়োজন পড়ে না। আমাদের ডিজি রোডস রয়েছেন সকালে ওনাকে খুব বকাবকি করেছি। আমাদের একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন দরকার। আগে কলকাতার রাস্তায় খানাখন্দ ছিল কিন্তু যখন সুব্রত মুখার্জি মেয়র হয়েছিলেন তারপর থেকে ম্যাস্টিক অ্যাসফাল্ট করা হয়। তার ফলে খানাখন্দ টা নেই কিন্তু বাম্পি তৈরি হয়েছে। মেট্রো যখন তৈরি হয় তখন দ্রুত ভরাট করার জন্য মাটির বদলে বালি ব্যবহার করা হয়েছিল। ফলে জল ঢুকলেই বালি সরে গিয়ে উঁচু নিচু হয়ে যাচ্ছে রাস্তা। এটা শহরের জন্য কাম্য নয় ।
কলকাতা পুরসভা সূত্রে খবর, ৩৮টি গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে রয়েছে, ক্ষুদিরাম বসু সরণি, শোভাবাজার স্ট্রিট, অরবিন্দ সরণির একাংশ, বিবেকানন্দ সরণির একাংশ, বেলভেডিয়ার রোড ও, আলিপুর রোড-এর একাংশ। পাশাপাশি, শহরের ৯টি বড় রাস্তা হরিশ মুখার্জি রোড, আশুতোষ মুখার্জি রোড, দেশপ্রাণ শাসমল রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, চিত্তরঞ্জন এভিনিউ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে মেরামতির কাজে মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টাম ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
আগে রাস্তা মেরামতিতে ম্যাস্টিক অ্যাসফল্ট ব্যবহার করা হত। কিন্তু পরিবেশ আদালতের নির্দেশ, বায়ু দূষণ হয় বলে রাস্তায় আগুন জ্বালিয়ে ম্যাস্টিক অ্যাসফল্ট ব্যবহার করা যাবে না। এই সমস্যা এড়াতে সম্প্রতি পূর্ত দফতর মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টাম তৈরির জন্য শহরের বাইরে একটি ইউনিট তৈরি করেছে। এবার সেই মেকানাইক ম্যাস্টিক অ্যাসফল্টাম ব্যবহার করে ৯টি বড় রাস্তার মেরামতি করতে চাইছে পুরসভা।
এই পদ্ধতিতে কারখানা থেকে উপকরণ তৈরি করে এনে রাস্তায় ঢেলে দেওয়া হয়। ফলে বায়ু দূষণের সম্ভাবনা থাকে না।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, p.w.d. রেড রোডে এই কাজ করছে। ওরা চেন্নাইয়ের এক ব্যবসায়ীকে দিয়ে বানিয়েছে। অর্থ দপ্তরের কাছে ওরা অনুমোদন চেয়ে পাঠিয়েছে। সেই অনুমোদন এসে গেলে আমরা কাজ শুরু করে দেব।
যদিও মেরামতির এই কাজে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে টাকা। সেই সমস্যার কথা স্বীকার করেছেন মেয়র। তাই একসঙ্গে না করে ধাপে ধাপে মেরামতির কাজ করার পক্ষপাতী কলকাতা পুরসভা।