কলকাতা: রাজ্যে চাকরি নেই, হাজার হাজার ছেলে-মেয়ে পাস করেও বেকার ঘুরছে। এবার এমনটাই দাবি তুললেন রাজ্যের (West Bengal) মন্ত্রী। চাকরি নিয়ে এবার প্রশ্ন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee)। শনিবার একটি সভা থেকে তিনি বলেন,  '১২ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে, পাস করেছে ৮৬ শতাংশ। সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল'। 'গ্র্যাজুয়েশন, এমএ পাস করেও চাকরি নেই, যাঁরা বাড়িতে আসেন, তাঁদের অর্ধেকই চাকরি চাইতে আসেন। কোন জায়গায় গিয়ে কী পাস করলে চাকরি পাওয়া যাবে? প্রশ্ন খোদ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায়।

Continues below advertisement

তিনি আরও বলেন, 'এত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই। আজকের দিনে যখন, ১২ লক্ষ পরীক্ষা দিয়েছে মাধ্যমিক। পাস করেছে কত? ৮৬% পাস করেছে। সব শিক্ষিত বেকার তৈরি হয়ে গেল । এর পর হায়ার সেকেন্ডারি, তার পর গ্র্যাজুয়েশন (Graduation), মাস্টার্স (Mastered), পলিটেকনিক (Polytechnics) । এত ছেলে তৈরি হচ্ছে প্রতিদিন । কিন্তু, তাঁরা ঘুরে বেড়াচ্ছে। গাইডেন্স দেওয়ার কেউ নেই ।'

Continues below advertisement

চাকরি নিয়ে আক্ষেপের সুর মন্ত্রীর গলায়, এ দিনের সভায় তিনি বলছেন, প্রতিদিন সকালে যখন সাধারণ মানুষের সঙ্গে দেখা করি, ১০টা লোক এলে, মিনিমাম ৫ জন আসে চাকরির জন্য' ।

এদিন শিক্ষাগত যোগ্যতা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন শোভনদেব, তাঁর কথায় কম ডিগ্রি নিয়ে এলে চাকরি পাওয়া সহজ হচ্ছে। উচ্চশিক্ষায় কাজ কম। এ দিন শোভনদেব বলেন, ' গ্রাজুয়েশন করার থেকে যদি একটা ছেলে হায়সেকেন্ডারি পাস করে, অনেক জায়গায় এখন চাকরি পাওয়া যাচ্ছে। বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন জায়গায়। সেই এডুকেশন যদি কেউ পড়ে আসে, আমাদের সুযোগ আছে সেখানে ঢুকিয়ে দেওয়ার দু-চারটে লোক। কিন্তু, সেই না পড়ে শুধু গ্র্যাজুয়েট হয়ে চাকরি পাওয়া যাচ্ছে না । শুধু এম এ পাস করে, কোনও চাকরি পাওয়া যাচ্ছে না।'