অরিত্রিক ভট্টাচার্য, বউবাজার: বউবাজারে মেট্রোর কাজের জন্য অক্টোবরে ঘটে যায় তৃতীয় বিপর্যয়! সেই বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করল KMRCL। গতকাল ১১টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় চেক।


ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়া শুরু: একবার নয়, তিন তিনবার ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছেন তাঁরা। কারও চোখের সামনে তাসের ঘরের মতো, ভেঙে পড়েছে মাথা গোঁজার ঠাঁই। কারও আশ্রয় কেড়ে নিয়েছে এই ভয়ঙ্কর ফাটল। মেট্রোর কাজের জেরে, বিপর্যস্ত অবস্থা বউবাজারের একের পর এক পরিবারের। গত ১৪ অক্টোবর মেট্রোর কাজের জেরে, তৃতীয়বার ফাটল ধরে বউবাজারের মদন দত্ত লেনের একাধিক বাড়িতে। বৃহস্পতিবার, সেই সব পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হল। এদিন KMRCL-এ তরফে ১১টি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।


KMRCL বিজ্ঞপ্তি অনুযায়ী,  ১০০ বর্গফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় ও ১০০ বর্গফুটের বেশি আয়তনের দোকান বা বাড়ির মালিকদের দেওয়া হয় ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। KMRCL’র তরফে জানানো হয়েছে, এছাড়া যাঁদের বাড়ি মেরামত করে দেওয়া সম্ভব, তাঁদেরটা সারিয়ে দেওয়া হবে। যাঁদের বাড়ি নতুন করে বানাতে হবে, সেটা KMRCL বানিয়ে দেবে।


KMRCL-এর তরফে জেনারেল ম্যানেজার এ কে নন্দী জানিয়েছেন, ইতিমধ্যেই বছর তিনেক আগে, প্রথম বিপর্যয়ের সময়ের ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পুরো ভেঙে তৈরি করার জন্য, ২৩টি বাড়ির জন্য মেট্রোর তরফে টেন্ডার ডাকা হয়েছে। KMRCL সূত্রে খবর, পুরসভা থেকে নক্সা নিয়ে, সেই মাপের, সেই উচ্চতার বিকল্প বাড়ি বানানো হবে। এদিকে, ইতিমধ্যেই বেশ কিছু বাড়ি মেরামত করে, সেখানকার বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। কিছু পরিবার এখনও হোটেলে।


এর আগে ২০১৯-এর ৩১ অগাস্টের পর ২০২২ মাসের ১১ মে মেট্রোর কাজের জন্য চুরমার হয়ে যায় বউবাজারের দুর্গাপিটুরি লেনের বাসিন্দাদের বাড়ি। এক মুহূর্তে আচমকা মাথার ছাদ সরে যায়। ধাক্কা লাগে রুটিরুজিতে। নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে চলে যেতে হয় অন্যত্র। প্রথম পর্যায়ে সেই রকমই ১৪ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে প্রথম দফার আর্থিক সাহায্য তুলে দেয় কলকাতা মেট্রো রেল কর্পোরেশন বা KMRCL কর্তৃপক্ষ। 


আরও পড়ুন: Mamata Banerjee: 'আমি যাই না, সবাই আমার সঙ্গে সেটিং করতে আসে', মোদির সঙ্গে মিটিং নিয়ে মন্তব্য মমতার