ঝিলম করঞ্জাই, কলকাতা: চিকিৎসা বিজ্ঞানে মাইলস্টোন তৈরি হল রাজ্যে। পশ্চিমবঙ্গে এই প্রথমবার সফলভাবে ফুসফুস প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। কলকাতায় মেডিকা মাল্টিস্পেশালিটি হাসপাতালে এক কিশোরের ফুসফুস প্রতিস্থাপন করা হল। আপাতত ভেন্টিলেশনে রয়েছে বারাসতের বাসিন্দা ওই কিশোর। 


টানা ৩৬ দিন একমো সাপোর্টে ছিল ওই কিশোর। প্রতিস্থাপনের জন্য টানা ৮ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। তারপরে প্রতিস্থাপন সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। 


হাসপাতাল সূত্রের খবর, রাজ্যে এই প্রথমবার সফলভাবে সম্ভব হল ফুসফুস প্রতিস্থাপন। মেডিকা মাল্টিস্পেশালিটি হাসপাতালের অস্ত্রোপচারে নতুন জীবন পেলেন বারাসাতের কিশোর। 


কী ঘটেছিল?
জল ভেবে ভুল করে রাসায়নিক খেয়ে ফেলেছিলেন ১৬ বছরের স্বপ্নিল বিশ্বাস। এতে তার দুটো ফুসফুসই বিকল হয়ে যায়। শ্বাসকষ্ট নিয়ে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরকে। পরে অবস্থার অবনতি হওয়ায় মেডিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিস্থাপনের জন্য ফুসফুস না পাওয়া পর্যন্ত টানা ৩৬ দিন সেখানে একমো সাপোর্ট দিয়ে কৃত্রিমভাবে তাঁর ফুসফুস ও হৃদযন্ত্রকে সচল রাখা হয়। 


শনিবার, ভুবনেশ্বরে ব্রেন ডেড হওয়া এক ব্যক্তির ফুসফুস সংগ্রহ করে কলকাতা নিয়ে আসা হয়।  সেদিন রাত থেকে রবিবার সকাল পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা ধরে চলে জটিল অস্ত্রোপচার। সফলভাবে ফুসফুস প্রতিস্থাপনের নেপথ্যে রয়েছেন, শল্য চিকিৎসক কুণাল সরকার, সপ্তর্ষি রায় ও সৌম্যজিৎ বসু। 


মেডিকা মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিনিয়র ভাইস চেয়ারম্য়ান ও সিনিয়র কার্ডিয়াক সার্জেন কুণাল সরকার বলেন, 'ফুসফুস প্রতিস্থাপন এমন একটি অস্ত্রোপচার যেখানে একসঙ্গে দু-দুটো অর্গানকে ট্রান্সপ্লান্ট করা হয়। ২টো ফুসফুসকে অল্প সময়ের মধ্যে একসঙ্গে প্রতিস্থাপন করতে হয়। এরপর নানারকম রিজেকশন,অক্সিজেনেশন ঠিকমতো হচ্ছে কিনা, সংক্রমণ হল কিনা, সবদিকে আমাদের প্রখর চোখ রাখতে হয়। অস্ত্রোপচার এবং অস্ত্রোপচার পরবর্তী দেখভাল মিলিয়ে এটা সবচেয়ে জটিল অস্ত্রোপচার যা আজ পর্যন্ত করা হয়েছে।'


আপাতত সুস্থ রয়েছে ওই কিশোর। সংক্রমণ এড়াতে ভেন্টিলেশনে রাখা হয়েছে স্বপ্নিলকে। 


আরও পড়ুন: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন