Air Conditioner: বর্ষার মরশুমেও (Monsoon) গরম কিন্তু কমেই। অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার (Humidity) কারণে ভ্যাপসা গুমোট গরম অনুভূত হচ্ছে। আর তাই তাপমাত্রা কমলেও অনেকেই রাতের ঘুমটা অন্তত স্বস্তিতে ঘুমানোর জন্য বাড়িতে এখনও এসি (AC Machine) চালাচ্ছেন। বর্ষার মরশুমে এয়ার কন্ডিশয়ার মেশিনের যথেষ্ট যত্ন প্রয়োজন। কয়েকটা সহজ পদ্ধতি মেনে চললেই এসি মেশিন বর্ষাকালেও ভালভাবে কাজ করবে এবং টেকসই হবে এসি মেশিন। এক্ষেত্রে কী কী করণীয় এবং কোন কাজগুলো করবেন না একনজরে দেখে নেওয়া যাক।


এসি-র সঠিক তাপমাত্রা


বর্ষার দিনে বৃষ্টি হয় বলে তাপমাত্রা গরমকালের তুলনায় অনেকটাই কম থাকে। এই মরশুমে এসি চালালে তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখা প্রয়োজন। এর থেকে আপনি আরাম পাবেন। পাশাপাশি ভাল থাকবে মেশিন। ইলেকট্রিক বিলও নিয়ন্ত্রণে থাকবে। খুব বেশি বিদ্যুতের ইউনিট খরচ হবে না। অর্থাৎ কারেন্ট কনজাম্পশন কম হবে।


এসি-র সঠিক মোড


যেহেতু বর্ষাকালে আবহাওয়ায় প্রচুর আর্দ্রতা থাকে তাই এসি মেশিনে ড্রাই মোড রাখা ঠিক হবে। যদি অন্যান্য কোনও মোড যেমন- কুল, হিট, ফ্যান ইত্যাদি প্রয়োজন হয় তাহলে ঘরের পরিস্থিতি এবং পরিবেশ বুঝে সেই অনুযায়ী এসি মেশিনে মোড সেট করতে হবে। এসি চালানোর পর ঘরের ফ্যানও চালিয়ে দেবেন। তাহলে ঘর তাড়াতাড়ি ঠান্ডা হবে। 


এসি-র ফিল্টার পরিষ্কার


নিয়মিত ভাবে এসি মেশিনের ফিল্টার পরিষ্কার করা প্রয়োজন। কারণ এই ফিল্টারে নোংরা জমলে এসি খারাপ হতে পারে। ঘর ঠান্ডা হতে সময় লাগবে অনেক বেশি। কারেন্টও বেশি খরচ হবে। মাসে অন্তত দু'বার এসি মেশিনের ফিল্টার পরিষ্কার করা প্রয়োজন। এর ফলে এসি মেশিন ভাল থাকবে, টেকসই হবে, কারেন্ট কম খরচ হবে, কম ইলেকট্রিকের বিল আসবে। 


এসি মেশিনের আশপাশে কী কী রাখছেন


সরাসরি সূর্যালোক পৌঁছয় এমন জায়গায় এসি মেশিন রাখবেন না। এমন কোনও যন্ত্রাংশ বা মেশিন এয়ার কন্ডিশনারের পাশে রাখবেন না যেখান থেকে তাপ নির্গত হয়। এসি মেশিনের সমস্ত ফিচার সঠিকভাবে কাজ করছে কিনা সেটাও নজর রাখতে হবে। এসি মেশিনের ভেন্টের একদম সামনে কিছু রাখবেন না। এসি মেশিনের আশপাশে কম্পিউটার, এলইডি টিভি এসব না রাখাই মঙ্গলের। 


এয়ার কন্ডিশনার মেশিনের সঠিকভাবে দেখভাল প্রয়োজন। কোনও সমস্যা মনে হলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।


আরও পড়ুন- চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?