রঞ্জিৎ হালদার, নরেন্দ্রপুর: গাড়িতে 'ক্রাইম ব্যুরো অফ ইনভেসটিগেশন'-র ভুয়ো (Fake) বোর্ড (Board)! রবিবাসরীয় সকালের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নরেন্দ্রপুর (Narendrapur) থানা এলাকার মহামায়াতলায় (Mahamayatala)। গ্রেফতার (arrest) তিন জন। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। 


কী হয়েছিল?


পুলিশের কাছে গোপন সূত্রে খবর এসেছিল, একটি গাড়িতে 'ক্রাইম ব্যুরো অফ ইনভেসটিগেশন'-র বোর্ড ব্যবহার করছে কেউ বা কারা। এর পরই সক্রিয় হয় প্রশাসন। প্রথমে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। উদ্ধার হয় ভুয়ো পরিচয়পত্র। আপাতত যা জানা গিয়েছে তাতে তদন্তকারীদের ধারণা, 'ক্রাইম ব্যুরো অফ ইনভেসটিগেশন' পরিচয় দিয়ে টাকা তুলত অভিযুক্তরা। আজই ধৃত তিনজনকে বারুইপুর আদালতে পেশ করা হবে। ওই তিনজনকে আরও জেরা করতে চায় পুলিশ। সেই জন্য হেফাজতে নেওয়ারও তোড়জোড় চলছে। সম্ভবত সেই মর্মেই আর্জি জানানো হবে।  


প্রতারণার অভিযোগে আগেও শিরোনামে নরেন্দ্রপুর...


গত এপ্রিলের ঘটনা। ২৮৫ টাকার জুতো কিনতে গিয়ে ১৯ হাজার ৫৯ টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছিল নরেন্দ্রপুরে। সে বার নাম জড়ায় একটি ই-কমার্স সাইটের। অভিযোগকারিণী জানিয়েছিলেন, ই-কমার্স সাইটে একটি ২৮৫ টাকার জুতো অর্ডার দিয়েছিলেন তিনি। কিন্তু অনলাইনে পেমেন্ট করতে গিয়ে সমস্যা হওয়ায় ওয়েবসাইট থেকে পাওয়া হেল্পলাইনে ফোন করলে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে বলে ওটিপি চাওয়া হয়। সেই ওটিপি জানানোর পরেই তিন দফায় অভিযোগকারিণীর অ্যাকাউন্ট থেকে ১৯ হাজার ৫৯ টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। এমন সময়ই ওই ঘটনাটি ঘটে যখন বারুইপুর পুলিশ জেলার তরফে জেলাজুড়ে সাইবার সচেতনতা নিয়ে অভিযান চলছিল।
তবে প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও জালিয়াতরা যে জালিয়াতিতেই আছে, সেটা ফের স্পষ্ট রবিবার সকালের ঘটনায়।  


আরও পড়ুন:'বিষয়টি লজ্জার!' ধৃত মডেল-অভিনেত্রী অর্পিতা প্রসঙ্গে ফেসবুকে লম্বা পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর