করুণাময় সিংহ, রতুয়া: হস্টেল থেকে ছুটি কাটাতে বাড়িতে এসেছিল। শুক্রবার দুপুরে মহানন্দ নদীতে (Mahananda river) স্নান করতে গিয়ে একসঙ্গে মৃত্যু হল তিন ভাইয়ের। রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদা (Malda) জেলার রতুয়া থানার মাগুরা এলাকায়। একসঙ্গে এভাবে পরিবারের তিন ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, আদিত্য চৌধুরী (১৩) বিশ্বজিৎ চৌধুরী (১২) ও সত্যজিৎ চৌধুরী (১২)। একই পরিবারের তিন ছেলে। মালদার মাগুরা এলাকার একই পরিবারের ওই তিন ভাই ছুটি কাটাতে বাড়িতে এসেছিল। রবিবার দুপুরে বাড়ির পাশে থাকা মহানন্দা নদীতে স্নান করতে যায় তারা। আর স্নান করতে গিয়ে প্রবল জলের স্রোত আচমকাই তলিয়ে যান তাঁরা। নদীর পারে থাকা স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান।


কিন্তু, সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই তিনজন নাবালককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনার কথা জানতে পেরেই তিন ছেলের মৃত্যুর শোকে কান্নায় ভেঙে পড়েন তাদের পরিবারের লোকজন। শোকের পরিবেশ তৈরি হয় স্থানীয় এলাকাতেও। পরিবারের পাশাপাশি কান্নায় ভেঙে পড়ন ওই পরিবারের আত্নীয় স্বজন ও প্রতিবেশীরা। বিষয়টিকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। 


সূত্রের খবর, বাড়ির ৬ ছেলে শুক্রবার দুপুরে স্থানীয় টেকনা ঘাটে স্নান করতে গেছিল। আচমকা চোরা স্রোতের ফলে তিনভাই জলের তলায় তলিয়ে যায়। বাকি তিনজন সোজা গিয়ে বাড়ির লোককে খবর দিলে। স্থানীয় প্রতিবেশীদের নিয়ে নদীর ঘাটে চলে আসেন মৃতদের পরিবারের সদস্যরা। খবর পেয়ে স্থানীয় পুখুরিয়া থানা ও এনডিআরএফ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির ন। অবশ্য তাঁদের যাওয়ার আগেই স্থানীয় বাসিন্দারা জাল ফেলে মৃতদেহগুলি উদ্ধার করতে সমর্থ হন। তারপর ওই তিন ভাইকে দুটি আলাদা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে যাওয়ার পর জানা যায় তিন জনের মৃত্যু হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ মাগুরা স্কুলে ও সত্যজিৎ গাজোলের স্কুলে ক্লাস সিক্সে পড়ত। আর আদিত্য কালিয়াচকের একটি আবাসিক স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এপ্রসঙ্গে সত্য়জিতের বাবা জানান, পুজোর পর আজই ছেলের স্কুল খুলেছিল। সেখান থেকে ফিরে কখন নদীতে স্নান করতে গেছে তা বুঝতে পারিনি। দোকানে একজন গিয়ে খবর দেন যে আমার ছেলে জলে ডুবে গেছে। সেই খবর শুনে তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখি এই অবস্থা। আমাদের সব শেষ হয়ে গেল।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kunal Ghosh: অনশন নিয়ে জুনিয়র চিকিৎসদের ফের তোপ কুণাল ঘোষের, তালিকা তৈরির হুঁশিয়ারি