বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: খড়গপুর স্টেশনে (Kharagpur Station) তড়িদাহত (Electrocuted) হলেন এক টিকিট পরীক্ষক (Ticket Checker)। অন্য এক টিকিট পরীক্ষকের সঙ্গে তিনি চার নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় একটি বিদ্যুতবাহী তার গায়ে পড়ে এবং তিনি ছিটকে রেল লাইনে পড়ে যান।


তড়িদাহত টিকিট পরীক্ষক


খড়গপুর স্টেশনে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ তড়িদাহত হলেন সুজন সিংহ সর্দার নামে এক টিকিট পরীক্ষক। অন্য এক টিকিট পরীক্ষকের সঙ্গে তিনি খড়গপুর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় একটি তার এসে তাঁর গায়ে পড়ে এবং তিনি তড়িদাহত হন।                     


দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়্গপুর শাখার রেলের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানান উড়ে আসা তারের সঙ্গে ওভারহেড তারের সংযোগ হওয়ায় সুজনবাবু তড়িদাহত হন। রেল লাইনে পড়ে যান। জখম ওই টিকিট পরীক্ষককে আরপিএফ ও রেল কর্মচারীরা উদ্ধার করে খড়গপুর রেলের মেন হাসপাতালে ভর্তি করেন। তিনি আপাতত ভাল আছেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


আরও পড়ুন: Purba Bardhaman: বিধির বিধান! একই আসরে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে সম্পন্ন হল পূর্ব মেদিনীপুরে


প্রসঙ্গত, মাস খানেক আগে ধানজমির উপর পড়ে থাকা বিদ্যুতের হাইটেনশন লাইনে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর মেলে একই জেলায়। পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার ধৌড় জামুয়া গ্রামে দুর্ঘটনা ঘটে। বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের। ট্রান্সফর্মার বন্ধ করে মাঠ থেকে ২ জনকে উদ্ধার করা হয়। জমিতে হাই টেনশন তার পড়ে রয়েছে, অভিযোগ করা হয়েছিল সেদিন সকালেই, এমনই অভিযোগ করে মৃতের পরিবারের। বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে। 


তার আগে ছট পুজোয় বাড়ি যেতে পারেননি এক যুবক। সবজির দোকান বন্ধ করতে গিয়ে বিপত্তি ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ঝাড়খণ্ডের বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুরজ সাউয়ের। ঘটনাটি ঘটে হাওড়ার (Howrah) সাঁকরাইলের চুনাভাটি এলাকায়। ওই যুবককে ভর্তি করা হয় আন্দুল রোডের এক বেসরকারি নার্সিংহোমে। সেখানে সন্ধেবেলায় তার মৃত্যু হয়। ঘটনায় নাজিরগঞ্জ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করে।