ঝাড়গ্রাম: এবার ঝাড়গ্রামে বাঘের আতঙ্ক। বেলপাহাড়ির বাঁশপাহাড়ির মানিয়াডির জঙ্গলে বাঘের আতঙ্ক। জঙ্গলে লাল পিঁপড়ে সংগ্রহ করতে গিয়ে পাশ দিয়ে চলে যায় বাঘ, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে বাঁশপাহাড়ি রেঞ্জের বন দফতরের কর্মীরা।

অপরদিকে, এদিন মৈপীঠে ফের ফিরে এল বাঘের আতঙ্ক। পায়ের ছাপ দেখে বাঘের আতঙ্ক। কিশোরীমোহনপুরে জাল দিয়ে ঘেরা হচ্ছে জঙ্গলচরম আতঙ্কে গ্রামবাসীরা, এলাকায় বন দফতরের কর্মীরা। কয়েকদিন আগে মাকড়ি নদী সাঁতরে মৈপীঠে ঢুকে পড়ে বাঘ। ৮ জানুয়ারি আজমলমারির জঙ্গলে ফিরে যায় বাঘ। ৪ দিনের মধ্যেই ফের মৈপীঠে বাঘের আতঙ্ক।

জিনতের জঙ্গল সফর শেষ হতে না হতেই,  ফের বাঘের ভয়! ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এলাকায়, গ্রামে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে বাড়ির বাইরে বেরোচ্ছেন না গ্রামবাসীরা। সম্প্রতি ঝাড়গ্রাম-পুরুলিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। অন্য়দিকে, দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠেও রয়্যাল বেঙ্গল আতঙ্ক। নদীর পাড় জাল দিয়ে ঘিরে বাঘ ধরার চেষ্টা চালাচ্ছে বন দফতর। এরইমধ্য়ে এবার বাঘ নিয়েও বিতর্ক! ওড়িশা সরকারকে বলো, বাঘ উদ্ধার করে নিয়ে যেতে। মন্তব্য় মুখ্য়মন্ত্রীর।

২৯ ডিসেম্বর, বাঁকুড়া থেকে ধরা পড়ে, ওড়িশার সিমলিপাল থেকে পালানো বাঘিনী। সাতদিনও যায়নি।তার মধ্য়েই রাজ্য়ের পশ্চিম সীমান্তে ফের দেখা দিল বাঘের আতঙ্ক!ঝাড়খণ্ড সীমান্তের বালিডির জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গেছে বলে দাবি গ্রামবাসীদের। আতঙ্কে বাড়ির বাইরে পা রাখছেন না গ্রামবাসীরা। আর এই প্রেক্ষাপটে বাঘ নিয়ে এবার বিজেপি শাসিত ওড়িশাকে নিশানা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

মুখ্য়মন্ত্রী   মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, এই দেখুন না, একটা বাঘ ৫টা জঙ্গল পেরোলো, ৫টা জেলা ৫ দিন আতঙ্কে ছিল। স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন-বিভাগ, প্রশাসন সকলে মিলে, দিন-রাত খেটে, সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করল, ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও। আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসেছে কাল। ওড়িশা সরকারকে বলো, উদ্ধার করে নিয়ে যেতে।' 

মমতা আরও বলেন, 'তোমাদের জায়গা না থাকলে, আমাদের টাইগার রিসার্ভ সেন্টার আছে। রেসকিউ সেন্টার আছে। আমাদের বড় বনাঞ্চল আছে। আমরা রেখে দিচ্ছি।  তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্য়ে ছেড়ে দিলে। জল পেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসেছে। এটা কী হচ্ছে? আমি ওড়িশা সরকারকে দোষারোপ না করে অনুরোধ করব, আপনাদের বনদফতরের টিম পাঠান এবং আপনাদের বাঘটাকে উদ্ধার করে নিয়ে যান।' 

আরও পড়ুন, বাংলাদেশের কালীগঞ্জ উপজেলায় কালী মন্দিরে চুরি ! '১৫০ বছরে এ ধরনের ঘটনা এই প্রথম..'

বিজেপি বিধায়ক  অগ্নিমিত্রা পাল বলেন,'এরা তো সব কাগুজে বাঘ। আপনার বাঘরা তো সব বীরভূম, বিভিন্ন জায়গায় বসে আছে। আপনার কাগুজে বাঘ নিয়ে চিন্তা করার কোনও জায়গা নেই।'