পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কখনও সুন্দরবনের (Sundarban) এদিক, কখনও সুন্দরবনের ওদিক। আজ কুলতলি তো কাল পাথরপ্রতিমা। সুন্দরবনের একের পর এক জায়গায় লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ। কিন্তু কেন এমন হচ্ছে? স্থানীয় বাসিন্দাদের কিছু কাজকর্মকেই কারণ হিসেবে তুলে ধরছে বনদফতর। বাঘকে আটকাতে জঙ্গল লাগোয়া জাল রয়েছে, সেগুলি কেটে ফেলে স্থানীয়রা নিজেদের বিপদ নিজেই ডেকে আনছে বলে জানাচ্ছে বনদফতর। 


কখনও মৈপীঠ, কখনও বা পাথরপ্রতিমা (Patharpratima)। যেখানে সন্ধে হয় সেখানেই বাঘের ভয়। বাঘের ভয়ে কার্যত সিঁটিয়ে রয়েছে সুন্দরবন। গত এক মাসে একাধিকবার লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ। কখনও পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়েছে। কখনও বাঘের গর্জনের জন্য রাতে আতঙ্কে সিঁটিয়ে ছিলেন বাসিন্দারা। অথচ গতবছর শীতে এই পরিস্থিতি ছিল না। বন দফতর জানাচ্ছে, গত বছর শীতের মরসুমে সুন্দরবনে একটাও বাঘ লোকালয়ে ঢোকেনি। কিন্তু এবার ডিসেম্বরে ছবিটা একেবারে অন্যরকম। 


কেন বারবার লোকালয়ে ঢুকে পরছে বাঘ? 
বাংলায় প্রবাদ রয়েছে খাল কেটে কুমির আনার। বনদফতরের আধিকারিকরা জানাচ্ছেন, অনেকটা তেমনভাবেই জাল কেটে বাঘ আনছেন স্থানীয় বাসিন্দারা। মাছ আর কাঁকড়া ধরতে গিয়ে বনদফতরের দেওয়া জাল কেটে ফেলছেন তাঁরা। আগেও এই সমস্য়া দেখা গিয়েছিল, তারপরে নাইলনের নেট ছেড়ে শেষে স্টিলের ফেন্সিং দেওয়ার ব্যবস্থা করেছিল বনদফতর। কিন্তু তাতেও কাজ হয়নি। সেটাও কেটে ফেলেছেন স্থানীয়রা। আর তাতেই, পৌষমাস বাঘের। অনেক জায়গাতেই আবার নদীতে চড়া পরে গিয়েছে। ফলে সাঁতার কাটতেও খুব একটা বেগ পেতে হচ্ছে না বাঘকে। 


দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) ডিএফও (DFO) মিলনকান্তি মণ্ডল বলেন, 'আমরা এত গাছ লাগিয়েছিলাম বাঘ বুঝতে পারছে না কোনটা জঙ্গল কোনটা লোকালয়। আমরা দেখতে পাচ্ছি নেট কেটে ফেলা হচ্ছে। কাটা নেট যেখানে সেখান থেকেই বেরিয়ে যাচ্ছে।'


২০২১ সালে শীতকালে সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল ৭ টি বাঘ। ২০২২ সালে সেই সংখ্যাটা শূন্য। আর, এবছর শীতে ইতিমধ্যেই লোকালয়ে চলে এসেছিল ৩ টি বাঘ। যা নিয়ে চিন্তা বাড়ছে বনদফতরের। এবার ফেন্সিং কেটে দিলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। ড্রোনের মাধ্যমে সার্ভিল্যান্স চলবে বলেও জানানো হয়েছে বনদফতরের তরফে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে