TMC 21 July: কাল ২১ জুলাই, তৃণমূলের মেগা কর্মসূচি। ধর্মতলায় তৈরি হচ্ছে তৃণমূলের শহিদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ। জেলা থেকে কলকাতামুখী কর্মী-সমর্থকরা। গীতাঞ্জলি স্টেডিয়াম-সহ বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা। মূল মঞ্চের উচ্চতা ১৩ ফুট, বসবেন মমতা-অভিষেক-সহ শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চের উচ্চতা ১২ ফুট, বসবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চ ১১ ফুট উঁচু, বসবেন তৃণমূলের জনপ্রতিনিধি ও অন্যান্য শীর্ষ নেতারা। ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য ৮০ ফুট, প্রস্থ ৪২ ফুট। লোহার কাঠামো দিয়ে তৈরি হচ্ছে মঞ্চ, বসতে পারবেন মোট ৬০০। 

ছাব্বিশের ভোটের আগে তৃণমূলের শেষ ২১ জুলাই। কোন পথে মিছিল এগোবে, জানাল কলকাতা পুলিশ। শিয়ালদা থেকে মিছিল SN ব্য়ানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা পৌঁছবে। শ্য়ামবাজার মিছিলগুলি সেন্ট্রাল অ্য়াভিনিউ, SN ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে ধর্মতলা। হাওড়ার দিক থেকে আসা মিছিলগুলি যাবে ব্রেবোর্ন রোড, সেন্ট্রাল অ্য়াভিনিউ হয়ে। সমস্যায় পড়লে কলকাতা পুলিশের ৩টি হেল্পলাইন নম্বরে ফোন করা যাবে। ৩টি টোল ফ্রি নম্বর 1073, 98308-11111, 98300-10000. 

তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা সভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। হাওড়া স্টেশনের পাশে তৈরি করা হয়েছে গেট ও মঞ্চ। এছাড়াও বাসের বন্দোবস্ত করা হয়েছে। কর্মীদের সরাসরি হাওড়া স্টেশন থেকে বাসে করে গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।  রবিবার সকালে এসে তদারকি করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। 

২১ জুলাইয়ের আগে বিশেষ ক্য়াম্পেন করল FEARLESS AITC MEMBERS বা FAM। রবিবার বেহালার সরশুনা সরকারহাটে সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, মেয়র পারিষদ ও তৃণমূল নেতা তারক সিংহ-সহ একাধিক তৃণমূল কাউন্সিলররা। ২০২৬- এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের মেগা সমাবেশ আগামীকাল। এই সভা থেকে দলের সুপ্রিমো, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী-সমর্থকদের কী বার্তা দেবেন, সেদিকেই নজর রয়েছে সকলের। 

তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে কোনও যানজট হবে না, মানুষ কতদিন সহ্য করবেন ? এদিন এমনটাই মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এই অনুষ্ঠান তো ২০১১ সালে ব্রিগেডে হয়েছে। 'তৃণমূল কংগ্রেসকেও মুচলেকা দিয়ে বলতে হবে যে তারা সামনের বছর থেকে সভা ব্রিগেড, শহিদ মিনার, সল্টলেক স্টেডিয়াম বা অন্য কোথাও করবে', প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পাশাপাশি বিচারপতি এও বলেন, সকাল ১১ টা পর্যন্ত মানুষের যাতে অফিস যেতে কোনও অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে হবে।