কলকাতা : একুশের সমাবেশ ঘিরে 'ভাইরাল তরজা'। যা নিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও আদৌ কোনও পোস্ট সত্যি কি না, সে নিয়ে কোনও নিশ্চিত তথ্য মেলেনি। মুখ খোলেনি কোনও পক্ষই। এবিপি লাইভ-ও ভাইরাল পোস্টগুলির সত্যতা যাচাই করেনি।


ভাইরাল তরজার প্রথম কেন্দ্রবিন্দু তৃণমূলের (TMC) শহিদ স্মরণের ভিড়ের ছবি দিয়ে করা একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে পাশাপাশি ২০০৯ সালে বামেদের ব্রিগেডের ছবি দিয়ে লেখা হয়, ভিড় দেখে ভাবার কিছু নেই, বামেদের ব্রিগেডে এই ভিড়ের দু'বছর পরই সেই সরকারের পতন হয়েছিল। বিজেপির তরফে যে পোস্ট ভাইরাল করা হয় বলে একাংশের অভিযোগ। একুশের সমাবেশের শেষে উপ রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের ঠিক কী পদক্ষেপ জানানোর মঞ্চে সাংবাদিকদের তরফে যা নিয়ে প্রশ্ন করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।


যার পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় টেনে আনেন আরও একটি ভাইরাল পোস্টের প্রসঙ্গ। একুশের সমাবেশ শুভেন্দু অধিকারী আরও অনেকে দেখছেন এরকম একটি স্ক্রিনশটও সোশালে ভাইরাল হয় সকাল থেকে। যে প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি তো সোশাল মিডিয়ায় দেখলাম শুভেন্দু অধিকারী নিজে একুশে জুলাইয়ের সভা দেখছিলেন। তার উত্তরটা আগে দিক, তারপর বাকিটা বলব।'


যদিও আদৌ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সোশালে একুশের সভা দেখছিলেন কি না, সে নিয়ে ধোঁয়াশা রয়েছে। গোটা বিষয়টি নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বা বিজেপি-র পক্ষ থেকে কিছু জানানো হয়নি। রাজনৈতিকভাবে কোনও স্পষ্ট বার্তা না মিললেও ভাইরাল তরজা অবশ্য জুড়ে থেকেছে সোশাল মাধ্যম।



উপ রাষ্ট্রপতি নির্বাচনে কী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের? জানিয়ে দিলেন অভিষেক" href="https://bengali.abplive.com/topic/presidential-election" >আরও পড়ুন- উপ রাষ্ট্রপতি নির্বাচনে কী পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের? জানিয়ে দিলেন অভিষেক


এদিকে, একুশের মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুড়ির (Puffed Rice) মতো সাধারণের খাবারেও জিএসটি বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রকে তুলোধনা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২১-এর সভামঞ্চ থেকে মমতা বলেন, "মুড়িতেও জিএসটি ? বিজেপির বন্ধু মুড়ি খাবেন না ? মুড়িতে কত জিএসটি ? মিষ্টিতেও জিএসটি ? চিড়েতেও জিএসটি ? দইতেও জিএসটি ? লস্যিতেও জিএসটি ? নকুলদানাতেও জিএসটি ? বাতাসায় কত জিএসটি ? নিম পাতায় কত জিএসটি ? লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। পরিষ্কার কথা, মুড়ি খেয়ে থাকি।"