Anubrata Mondal House CBI Live: কলকাতায় নিয়ে আসার পথে অনুব্রতর চোখে জল!

Anubrata Mondal Live Update: বাড়িতে ঢুকে দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই অফিসাররা। সিবিআইয়ের ১০-১২টি গাড়ির কনভ।

abp ananda Last Updated: 11 Aug 2022 11:34 PM
 Anubrata Live Update: গ্রেফতার অনুব্রত মণ্ডল, সোশাল মিডিয়া জুড়ে মিমের ছড়াছড়ি

গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর তারপরই এ নিয়ে সোশাল মিডিয়া জুড়ে দেখা গিয়েছে মিমের ছড়াছড়ি।

Anubrata Live Update: খাসতালুক থেকেই গ্রেফতার অনুব্রত

খাসতালুক থেকেই গ্রেফতার অনুব্রত। গুড়-বাতাসা-নকুলদানা বিলি কংগ্রেস-বিজেপির। 

 Anubrata Live Update:পার্থর গ্রেফতারির ১৯দিনের মাথায় তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা গ্রেফতার! 

পার্থর গ্রেফতারির ১৯দিনের মাথায় তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা গ্রেফতার! 

Anubrata Live Update: বারবার ৯বার সমনে গরহাজির, তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার অনুব্রত

বারবার ৯বার সমনে গরহাজির। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার অনুব্রত।

 Anubrata Live Update: ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল পরীক্ষার নির্দেশ বিশেষ আদালতের

গরুপাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডল, ১০দিনের সিবিআই হেফাজত। ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল পরীক্ষার নির্দেশ বিশেষ আদালতের। 

Anubrata Live Update: কলকাতায় নিয়ে আসার পথে অনুব্রতর চোখে জল!

কলকাতায় নিয়ে আসার পথে অনুব্রতর চোখে জল!

 Anubrata Live Update: সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি খেলেও গ্রেফতারি এড়াতে পারলেন না অনুব্রত

 সিবিআইয়ের সঙ্গে লুকোচুরি খেলেও গ্রেফতারি এড়াতে পারলেন না অনুব্রত। সাতসকালে বাড়ি ঘিরে তুলে আনল সিবিআই। 

Anubrata Live Update: অনুব্রতর গ্রেফতারিকে হাতিয়ার করে পথে বিরোধীর

অনুব্রতর গ্রেফতারিকে হাতিয়ার করে পথে বিরোধীর

 Anubrata Live Update: গরুপাচারকাণ্ডে সাতসকালে গ্রেফতার, ১০দিনের সিবিআই হেফাজতে অনুব্রত

গরুপাচারকাণ্ডে সাতসকালে গ্রেফতার, ১০দিনের সিবিআই হেফাজতে অনুব্রত। জামিনের আর্জিই জানালেন না আইনজীবী। 

Anubrata Live Update: অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে পারল না তৃণমূল

অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে পারল না তৃণমূল। দুর্নীতিতে জিরো টলারেন্স বলেও, সিবিআই-ইড়ির বিরুদ্ধে পথে নামার ঘোষণা। 

 Anubrata Live Update: শুনশান অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়ি

 শুনশান অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়ি

Anubrata Live Update: কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অনুব্রতকে

কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অনুব্রতকে

Anubrata Live Update: ২০ অগাস্ট পর্যন্ত অনুব্রত মণ্ডলকে সিবিআই হেফাজতের নির্দেশ 

২০ অগাস্ট পর্যন্ত অনুব্রতকে সিবিআই হেফাজতের নির্দেশ 

Anubrata Live Update: অনুব্রতর পাশে থেকে পাল্টা আক্রমণে তৃণমূল

অনুব্রতর পাশে থেকে পাল্টা আক্রমণে তৃণমূল। অপরাধ করলে পাশে নয় বলেও এজেন্সির নিরপেক্ষতায় প্রশ্ন। কাল-পরশু জেলায় জেলায় বিক্ষোভ। 

Anubrata Live Update: জামিনের আবেদন করেননি, জানালেন অনুব্রতর আইনজীবী

জামিনের আবেদন করেননি, জানালেন অনুব্রতর আইনজীবী

Anubrata Live Update: "অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা তা যথাসময়ে জানানো হবে'' সাংবাদিক বৈঠকে জানালেন চন্দ্রিমা

"অনুব্রতর বিরুদ্ধে কী ব্যবস্থা তা যথাসময়ে জানানো হবে'' সাংবাদিক বৈঠকে জানালেন চন্দ্রিমা

Anubrata Live Update: অনুব্রত মণ্ডলের পাশে থাকবে তৃণমূল?

অনুব্রত মণ্ডলের পাশে থাকবে তৃণমূল?

Anubrata Live Update: আসানসোল বিশেষ আদালতে অনুব্রত মণ্ডল 

আসানসোল বিশেষ আদালতে অনুব্রত মণ্ডল 

Anubrata Live Update: কিছুক্ষণের মধ্যেই অনুব্রতকে বিশেষ আদালতে পেশ? 

কিছুক্ষণের মধ্যেই অনুব্রতকে বিশেষ আদালতে পেশ? 

Anubrata Live Update: ECL গেস্ট হাউস থেকে বের করা হল অনুব্রত মণ্ডলকে 

ECL গেস্ট হাউস থেকে বের করা হল অনুব্রত মণ্ডলকে 

Anubrata Live Update: SSKM-এর পর কুলটি, অনুব্রতকে ‘চোর’ স্লোগান

এসএসকেএমের পর কুলটিতে ইসিএলের গেস্ট হাউস। অনুব্রতকে নিয়ে ঢুকতেই চোর চোর স্লোগান

Anubrata Live Update: অ্যারেস্ট মেমোতে সই করাতে পারে সিবিআই, খবর সূত্রের 

অ্যারেস্ট মেমোতে সই করাতে পারে সিবিআই, খবর সূত্রের 

Anubrata Mondal Arrested LIVE: গেস্ট হাউসেই অনুব্রতর স্বাস্থ্য় পরীক্ষা? এলেন চিকিৎসকরা

গেস্ট হাউসেই অনুব্রতর স্বাস্থ্য় পরীক্ষা? এলেন চিকিৎসকরা

Anubrata Live Update: অনুব্রতর গ্রেফতার করে নিয়ে যাওয়া হল কুলটিতে ইসিএলের গেস্টহাউসে

অনুব্রতর গ্রেফতার করে নিয়ে যাওয়া হল কুলটিতে ইসিএলের গেস্টহাউসে। 

Anubrata Mondal Arrested LIVE: গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন

গরুপাচার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।

Anubrata Live Update: এর আগেও একাধিক অভিযোগ উঠেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে

শুধু গরুপাচারই নয়, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে। ২০১৩-র পঞ্চায়েত ভোটের প্রাক্কালে প্রকাশ্য জনসভা থেকে, পুলিশকে বোম মারার নির্দেশ দিয়েছিলেন অনুব্রত। তৃণমূল জেলা সভাপতির এই মন্তব্যে শোরগোল পড়ে যায়! চারিদিকে নিন্দার ঝড় ওঠে! 

Anubrata Mondal Arrested LIVE: গরুপাচারকাণ্ডে সক্রিয় সিবিআই, কয়লাপাচারকাণ্ডে তৎপর ইডি

গরুপাচারকাণ্ডে সক্রিয় সিবিআই, কয়লাপাচারকাণ্ডে তৎপর ইডি। কয়লাকাণ্ডে রাজ্যের ৮জন আইপিএস অফিসারকে ইডির তলব। জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র-সহ ৮। আইপিএসকে দিল্লিতে তলব। ১৫ অগাস্টের পরে ৮ আইপিএসকে দিল্লিতে ইডির তলব। শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান, কোটেশ্বর রাওকে ইডির নোটিস। তদন্তে পাওয়া আরও তথ্যের ভিত্তিতে তলব, দাবি ইডি সূত্রে। 

Anubrata Live Update: একসপ্তাহের ছুটিতে যাচ্ছেন চন্দ্রনাথ অধিকারী

একসপ্তাহের ছুটিতে যাচ্ছেন চন্দ্রনাথ অধিকারী। তাঁর মানসিক অবস্থা ভালো নেই। পরিবার নিয়ে চিন্তায় আছেন, জানালেন বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক। সরকারি চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর দাবি করেন, হাসপাতালের সুপারের নির্দেশে তিনি অনুব্রতর বাড়িতে যান। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে বিশ্রামের পরামর্শ লিখে দিতে বাধ্য করা হয়েছিল বলে বিস্ফোরক দাবি করেন ওই সরকারি চিকিত্সক।

Anubrata Mondal Arrested LIVE: অনুব্রত মণ্ডল হল মাফিয়া। মমতার প্রশয়ে আশ্রয়ে রয়েছেন: শুভেন্দু

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলা সভাপতির বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন,  "অনুব্রত মণ্ডল হল মাফিয়া। মমতার প্রশয়ে আশ্রয়ে রয়েছেন। যে কি না মুদির দোকান থেকে মাগুড় মাছ বিক্রি করতেন সে এখন এক হাজার কোটির মালিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি এসব। আশা করব এই অনুব্রত মণ্ডলরা যে অত্যাচার করেছেন, ভোট পরবর্তী সময়ে অনেক খুনও হয়েছে এঁদের নিশানায়। মুড়ির টিনে যাঁদের যাঁদের টাকা পাঠিয়েছেন সেই নামগুলো বলবেন এবার এটাই আশা রাখি।"    

Anubrata Live Update: আজ তাঁকে তোলা হতে পারে আসানসোল আদালতে

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। সকাল ১১টা নাগাদ অনুব্রতকে তুলে নিয়ে গেল সিবিআই। স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে
আজ তাঁকে তোলা হতে পারে আসানসোল আদালতে। সকাল ৯.৪০ নাগাদ আদালতের নির্দেশনামা, মেডিক্যাল রিপোর্ট নিয়ে অনুব্রতর বাড়িতে যায় সিবিআই


 

Anubrata Mondal Arrested LIVE: গ্রেফতার কেষ্ট, অস্বস্তিতে তৃণমূল

গড়েই গ্রেফতার কেষ্ট। পার্থর পর এবার অনুব্রত। আরও এক হেভিওয়েট এজেন্সির জালে। গ্রেফতার কেষ্ট, অস্বস্তিতে তৃণমূল। জেলা সভাপতি থেকে জাতীয় কর্ম সমিতির সদস্য। তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ পদে অনুব্রত। এবার কী করবে তৃণমূল? পাশে থাকবে, না দূরত্ব তৈরি করবে? প্রথমে পার্থ, তারপর অনুব্রত, এরপর কে? 

Anubrata Live Update: এই মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যর নেতৃত্বে একটি দল ইতিমধ্যেই বোলপুরের ক্যাম্প অফিসে পৌঁছে গিয়েছে

এই মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যর নেতৃত্বে একটি দল ইতিমধ্যেই বোলপুরের ক্যাম্প অফিসে পৌঁছে গিয়েছে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রে খবর, গতকাল কেন্দ্রীয় গোয়েন্দারা বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেছেন। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হবে। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চাইবে সিবিআই।খবর সূত্রের। 

Anubrata Mondal Arrested LIVE: সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল

গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। স্বাস্থ্য পরীক্ষার পর আজ আসানসোল আদালতে তোলা হতে পারে। 

Anubrata Live Update: নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নিচুপট্টি দখল কেন্দ্রীয় বাহিনীর

ভিতরে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ। বাইরে থেকে বন্ধ করা হল বাড়ির গেট। তৃণমূল জেলা সভাপতির নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নিচুপট্টি দখল কেন্দ্রীয় বাহিনীর।

Anubrata Mondal Live: গরু পাচার মামলায় আজই গ্রেফতার হতে পারেন অনুব্রত মণ্ডল?

গরু পাচার মামলায় আজই গ্রেফতার হতে পারেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে আজই গ্রেফতার করতে পারে সিবিআই। বীরভূমের তৃণমূল সভাপতিকে আজই গ্রেফতার করতে পারে সিবিআই। দশম হাজিরা এড়াতেই অনুব্রতর বোলপুরের বাড়িতে হানা সিবিআইয়ের। অনুব্রতর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ সিবিআইয়ের। গতকাল মাঝরাতে বোলপুরে পৌঁছয় সিবিআই টিম।
 

Anubrata Live Update: তবে কি আজই গ্রেফতার হতে চলেছেন দোর্দণ্ডপ্রতাপ শাসক-নেতা?

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই হানা। খবর পেয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বোলপুরের বাড়ির সামনে ভিড়। তবে কি আজই গ্রেফতার হতে চলেছেন দোর্দণ্ডপ্রতাপ শাসক-নেতা? সময় যত গড়াচ্ছে বাড়ছে জল্পনা।

Anubrata Mondal Live: বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই হানা

গরুপাচার মামলায় সিবিআই তত্পরতা। বোলপুরের নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই হানা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছন সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজায় তালা লাগিয়ে দেন সিবিআই অফিসাররা। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। মাত্র একবার হাজিরা দেন তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাডজ

প্রেক্ষাপট

গরুপাচার (Cow Smuggling  মামলায় তত্পর সিবিআই (CBI)। গতকাল হাজিরা এড়ানোর পর আজ সকালে বোলপুরের (Bolpur) নীচুপট্টিতে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে হানা। ১০-১২টি গাড়ির কনভয় নিয়ে পৌঁছে যান সিবিআই অফিসাররা। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই আধিকারিকরা। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করে সিবিআই। মাত্র একবার হাজিরা দেন তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়ান অনুব্রত। 


সিবিআই সূত্রে খবর, গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক চন্দ্রনাথ অধিকারীর (Dr Chandranath Adhikari) সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আজ ওই চিকিত্সকের বয়ান রেকর্ড করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয়। কার নির্দেশে ওই সরকারি চিকিত্সক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চায় সিবিআই। খবর সূত্রের।  


গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল। আসানসোল আদালতে তোলা হতে পারে তাঁকে। সকাল ১১টা নাগাদ অনুব্রতকে তুলে নিয়ে গেল সিবিআই। স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে। আজ তাঁকে তোলা হতে পারে আসানসোল আদালতে। সকাল ৯.৪০ নাগাদ আদালতের নির্দেশনামা, মেডিক্যাল রিপোর্ট নিয়ে অনুব্রতর বাড়িতে যায় সিবিআই


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.