কলকাতা: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) কড়া অবস্থানের পরও, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে (Prasun Bnaerjee) নিয়ে অবস্থানে অনড় মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায় (Babun Banerjee)। দিল্লি থেকে কলকাতায় ফিরে সুর আরও চড়া করলেন তিনি। সেই সঙ্গে কুণাল ঘোষের প্রসঙ্গ টেনে ছুড়ে দিলেন প্রশ্ন।


মনোভাব বদলাতে নারাজ: নমনীয় হয়েও অবস্থানে 'অনড়' বাবুন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কড়া অবস্থানের পর হাওড়া থেকে ভোটে দাঁড়ানোর অবস্থান থেকে সরে এলেও, হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে নিজের মনোভাব এতটুকু বদলাতে নারাজ মুখ্য়মন্ত্রীর ভাই বাবুন বন্দ্য়োপাধ্য়ায়। উল্টে দিল্লি থেকে কলকাতায় ফিরে সুর আরও চড়া করলেন তিনি। কুণাল ঘোষের প্রসঙ্গ টেনে ছুড়ে দিলেন পাল্টা প্রশ্ন।


গতকাল কুণাল ঘোষ বলেন, “যথেষ্ট কড়া ভাষা, কড়া মনোভাব প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। যে আমার পরিবার থেকে যদি পরপর সবাই লোকসভা নির্বাচনে বা কোনও নির্বাচনে টিকিট চান, তো তাহলে তো সেটা পরিবারতন্ত্র হয়ে যাবে। তো আমি তো পরিবারতন্ত্র নয়, আমি তো মানুষেরতন্ত্রে আছি।’’ এই প্রেক্ষিতে বাবুন বলেন, “কুণাল ঘোষ এত কথা বলছে, কুণাল ঘোষ কী কাজ করেছে, এটা আমরা জানি না? আমি একটা জিনিস বলব, কুণাল ঘোষ কত চেঞ্জ করেছে, আমরা তো চোখের সামনে দেখেছি, কুণাল ঘোষকে তো কেউ কিছু বলছে না, কেন বাবুন বন্দ্যোপাধ্যায় বললেই কি সেটা দোষ?’’


ভাইয়ের হঠাৎ বিদ্রোহের নেপথ্য়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিজেপির হাত দেখলেও, বাবুন বন্দ্য়োপাধ্য়ায় কলকাতায় ফিরে তা সটান খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, “আমার বিজেপির সঙ্গে কোনওরকম যোগাযোগ নেই। দিল্লিতে গেছি মানেই এটা বিজেপির কোনও ব্য়াপার, না।’’  গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ও আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনেই আমাকে অনেক অশান্তি করেছে। অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে, বাবা যখন মারা গেছে ওর বয়স ছিল আড়াই বছর। আমি ৪৫ টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি। কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো সবাইকে মানুষ করতে পেরেছি।’’

এমনকি মুখ্য়মন্ত্রী নাম না করে তাঁকে লোভী বললেও, তাও মানতে নারাজ বাবুন। গতকাল তিনি বলেন, “আমি প্রথম দিন থেকেই নিজে খেটে ময়দানে লড়ে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হয়েছিলাম, দাদার সঙ্গে লড়ে। মোহনবাগান ক্লাবেও লড়ে নিজের জায়গা তৈরি করেছি। জীবনটা খেটে উঠেছি। আমি মনে করি খেটে যে জায়গা নিজে তৈরি করেছি, এখানে কারও হাত কিংবা কোনও পরিষেবা ছিল না।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Seikh Shahjahan: শেখ শাহজাহানের ভাই সহ ঘনিষ্ঠদের নোটিস, আজ নিজাম প্যালেসে তলব