সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়ির ভারতনগরে গতকাল ভ্যাক্সিনেশন ক্যাম্প দখল নিয়ে বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত দলীয় নেতা বিকাশ সরকারকে শোকজ করেছে জেলা তৃণমূল। ভ্যাকসিনের মতো স্পর্শ কাতর বিষয়ে দলীয় ভাবমূর্তি যাতে কোনওভাবেই নষ্ট না হয় তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করেন দলীয় নেতৃত্ব। কিন্তু পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব মনে করেন বিজেপির প্ররোচনায় দিয়েছে দলীয় নেতা বিকাশ সরকার। এই বিকাশ সরকার গৌতম দেবের স্নেহধন্য। দলের চেয়ারম্যান অলোক চক্রবর্তী জানিয়েছেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ অনুমোদন করে না। এই শোকজ নিয়ে দলের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে চলে আসায় অস্বস্তিতে দলীয় নেতৃত্ব। প্ররোচনার অভিযোগ ওঠায় গৌতম দেবের রাজনৈতিক রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। এদিকে তার ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অভিযুক্ত নেতা বিকাশ সরকার। গতকালের ঘটনায় বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল।


ভ্যাকসিনের জন্য কুপন বিলিকে কেন্দ্র করে সোনারপুরে হাতাহাতি হয়েছিল কিছুদিন আগে। নবান্নর তরফে জানানো হয়, ভিড় সামাল দিতে কুপন ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না। অন্তত ১-২ দিন আগে কুপন দিয়ে দিতে হবে। কুপন ছাড়া কেউ আসতে পারবে না। আর সেই কুপল বিলিকে ঘিরেই চরম উত্তেজনা সোনারপুরে।


কালিকাপুর ১ নম্বর পঞ্চায়েত অফিসে ভোর থেকেই ছিল লম্বা লাইন। কে আগে কুপন নেবেন তা নিয়ে লাইনে হুড়োহুড়ি শুরু হয়। বেধে যায় হাতাহাতি। ধাক্কা মেরে কয়েকজনকে লাইন থেকে বের করে দেওয়া হয়। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এদিন ১২০০ কুপন বিলি করা হয়। তার থেকে বেশি মানুষ লাইনে দাঁড়ানোয় শুরু হয় কুপন কাড়াকাড়ি। অনেকেই কুপন না পেয়ে ফিরে যান। ভ্যাকসিন নিয়ে হয়রানির ছবি এরাজ্যে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ভ্যাকসিন ঘিরে জলপাইগুড়ির ধূপগুড়ির ভ্যাকসিন সেন্টারে দেখা গিয়েছিল চরম বিশৃঙ্খলা। ভ্যাকসিন পেতে গিয়েই পদপিষ্ট হওয়ার মুখে পড়তে হয় সবাইকে।