সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস (Bangla Dibas) পালনের সিদ্ধান্ত নিয়ে চাপানউতোরের মধ্যেই এবার রাস্তায় নামল তৃণমূল(TMC) -বিজেপি (BJP)। হুগলিতে (Hoogly) একদিকে অবস্থানে বসলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা। অন্যদিকে মিষ্টি বিলি করল তৃণমূল। 


বাংলা দিবসের সমর্থনে তৃণমূল, বিরোধিতায় অবস্থানে বিজেপি:  পয়লা বৈশাখের দিন সরকারিভাবে পালন করা হবে পশ্চিমবঙ্গ দিবস। বৃহস্পতিবার এই প্রস্তাব পাসের আগে বিধানসভায় তুমুল বাগযুদ্ধে জড়ায় তৃণমূল ও বিজেপি। শুক্রবার সেই যুদ্ধই নেমে এল রাস্তায় বর্ষবরণে বাংলা দিবসের সমর্থনে তৃণমূল, বিরোধিতায় অবস্থানে বিজেপি। পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনের সমর্থনে হুগলির চুঁচুড়ায়, মিষ্টি বিলি করল তৃণমূল।


ধুন্ধুমার বাধল পিপুলপাতির মোড়ে:3 অন্য়দিকে, এই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় অবস্থানে বসলেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা। আর এনিয়ে ধুন্ধুমার বাধল পিপুলপাতির মোড়ে। অবস্থানে বসার কিছুক্ষণের মধ্যেই বিজেপি নেতা কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। মুখ্যমন্ত্রীর তীব্র আপত্তি সত্ত্বেও চলতি বছরের ২০ জুন, নজিরবিহীনভাবে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন সি ভি আনন্দ বোস। কিন্তু, রাজ্য় সরকার গোড়া থেকেই পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনের পক্ষপাতী। বিজেপির বিরোধিতা সত্ত্বেও বৃহস্পতিবার বিধানসভায় পাস হয়ে যায় সেই প্রস্তাব। 


তারই প্রতিবাদে শুক্রবার চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে অবস্থানে বসেন বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাদের সরাতে গেলে ধস্তাধস্তি বেধে যায়। অন্যদিকে, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এদিনই শ্রীরামপুর স্টেশনের কাছে মিষ্টি বিলি করেন তৃণমূল নেতা-কর্মীরা। পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে কার্যত দুই মেরুতে তৃণমূল-বিজেপি। 


তৃণমূলের সেলিব্রেশন: গতকাল পয়লা বৈশাখে বাংলা দিবস পালন নিয়ে বিধানসভায় প্রস্তাব পাস হওয়ার পরই তৃণমূলের সেলিব্রেশন চোখে পড়েছিল। শ্রীরামপুর স্টেশন চত্বরে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয় তৃণমূলের তরফে। বাজানো হয় রাজ্য সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল'। উপস্থিত ছিলেন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের নেতারা। 


বিধানসভায় তীব্র বাদানুবাদ: কেন্দ্রীয় নির্দেশিকা মেনে রাজভবনের তরফে ২০ জুন দিন পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) পালন হলে, গোড়াতেই আপত্তি উঠেছিল। বঙ্গভঙ্গের যন্ত্রণাময় ইতিহাস জড়িয়ে যে দিনটির সঙ্গে, সেই দিন নাচ-গান, অনুষ্ঠান করে পশ্চিমবঙ্গ দিবস পালনের তীব্র নিন্দা করে রাজ্য সরকার। তার মোকাবিলা করতে এবার রাজ্য বিধানসভায় বাংলার বৈশাখ মাসের পয়লা দিনটিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব আনে রাজ্যের তৃণমূল (TMC) সরকার। সেই নিয়ে রাজ্য বিধানসভায় তীব্র বাদানুবাদে জড়াল শাসকদল তৃণমূল এবং বিরোধী দল বিজেপি (BJP)। বিজেপি-র 'বিভেদকামী' আচরণের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় পয়লা বৈশাখ দিনটিতে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব জমা দেন রাজ্য সরকারের ১১ জন মন্ত্রী। সেই প্রস্তাবে সমর্থন জানান মমতা। তার বিরোধিতা করতে এগিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  ১৯৪৭ সালের  ২০ জুন তৎকালীন অখণ্ড বাংলা বিভাজনের বিষয়টি উত্থাপিত হয় বিধানসভায় এবং বঙ্গভঙ্গের সপক্ষে ভোট বেশি পড়ে। তাই সেটিই পশ্চিমবঙ্গ দিবস বলে দাবি করেন তিনি। বঙ্গভঙ্গের সেই নেপথ্য নায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অস্বীকার করতেই বর্তমান সরকার ২০ জুনের পরিবর্তে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে উদ্যোগী হয়েছে বলে দাবি করেন শুভেন্দু।


আরও পড়ুন: Dhupguri By Election 2023: ধূপগুড়িতে হারা আসন ফিরে পেল TMC, হাড্ডাহাড্ডি লড়াই পোস্টাল ব্যালটেও