সন্দীপ সরকার, কলকাতা: কখনও মহম্মদ আমির তো কখনও ট্রেন্ট বোল্ট। বাঁহাতি পেসার মানেই যেন ভারতীয় শিবিরে (Indian Cricket Team) এক রাশ উদ্বেগ। বাঁহাতি পেসারের কোনাকুনিভাবে ধেয়ে আসা বলে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপে থরহরিকম্প ধরিয়ে দিয়েছে বারবার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই তালিকায় নবতম সংযোজন ঘটিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। পাক পেসারের দাপটে যে কোনও ধরনের বিশ্বকাপে প্রথম চিরপ্রতিদ্বন্দ্বী দেশের কাছে হার হজম করতে হয়েছিল ভারতকে।
এশিয়া কাপেও (Asia Cup) যে আতঙ্ক পুরোপুরি মুছে ফেলা যায়নি। গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। তবে যেভাবে ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন পাকিস্তানের (Ind vs Pak) বাঁহাতি পেসার আফ্রিদি, তাতে উদ্বেগের কারণ দেখছেন বিশেষজ্ঞরা। তাই সুপার ফোরের ম্যাচের আগে বাড়তি সতর্কতা নিচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।
কীরকম?
নেটে বাঁহাতি থ্রো ডাউন স্পেশালিস্টের বলে টানা ব্যাটিং করছেন কোহলিরা।
এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার প্রাক্তন বাঁহাতি বোলার নুয়ান সেলেভিরত্নের সঙ্গে চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করিয়ে দেওয়া যাক, ভারতীয় শিবিরে ইতিমধ্যেই দু-দুজন থ্রো ডাউন স্পেশালিস্ট আছেন। তাঁদের একজন রঘু। অপরজন, মেদিনীপুরের দয়ানন্দ গরানি। কিন্তু তাঁরা দুজনই ডানহাতি। এদিকে পাক শিবিরের প্রধান পেসার আফ্রিদি বাঁহাতি। তাই বাঁহাতি পেসারের বিরুদ্ধে লড়াইয়ের মহড়া সারতে সেলেভিরত্নেকে নিয়ে আসা।
কলম্বোয় খোঁজ নিয়ে জানা গেল, শুক্রবার সন্ধ্যায় নতুন করে বৃষ্টি না হওয়ায় প্রেমদাসা স্টেডিয়ামে মাঠেই নেট অনুশীলন হয়েছে ভারতীয় দলের। সেখানে বাড়তি দায়িত্বে ছিলেন সেলেভিরত্নে।
বিরাট কোহলি ও রোহিত শর্মাকে টানা থ্রো ডাউন দিয়ে যান তিনি। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে আফ্রিদির বলেই ঘায়েল হয়েছিলেন রোহিত ও কোহলি। দুজনই বড় রান পাননি। হার্দিক পাণ্ড্য ও ঈশান কিষাণ পাল্টা লড়ডাই না করলে সেদিন হয়তো লজ্জার সম্মুখীন হতে হতো টিম ইন্ডিয়াকে। সুপার ফোরের ম্যাচে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিয়ে সতর্ক ভারতীয় ব্যাটাররা।
সুপার ফোরে ইতিমধ্যেই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে পাকিস্তান। বাংলাদেশকে হারিয়েছেন বাবর আজ়মরা। রবিবার ভারতের বিরুদ্ধে জিতলে ফাইনালের দরজা কার্যত খুলে যাবে তাঁদের সামনে। অন্যদিকে ভারত চাইবে পাকিস্তানের পথের কাঁটা হয়ে উঠতে। শেষ হাসি তোলা থাকবে কার জন্য?
আরও পড়ুন: ইকুয়েডরের বিরুদ্ধে আর্জেন্তিনাকে জেতাল মেসির ম্যাজিক ফ্রি-কিক, ভিডিও ভাইরাল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন