গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: আমফানে (Amphan) তছনছ হওয়া এলাকার জন্য ক্ষতিপূরণের তালিকায় (Relief List) স্বজনপোষণ (Nepotism) ও দুর্নীতি (Corruption) হয়েছে এই অভিযোগে সরব হয়েছিলেন। দাবি, সেই কারণেই গত আড়াই বছর ধরে পঞ্চায়েতে ঢুকতে পারছেন না তৃণমূলের উপপ্রধান (TMC Deputy Chief Of Panchayat) সোনা দলুই। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। খবর ছড়াতেই চাঞ্চল্য এলাকায়।


কী ঘটেছিল?
২০২০ সালের মে মাস। ঘূর্ণিঝড় আমফানে তছনছ হয়ে গিয়েছিল গোটা সুন্দরবন। ক্ষতিগ্রস্থ হন হাজার হাজার মানুষ। সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হয়েছিল। তাতে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধীরা। তবে শুধু তাঁরা নন, জানা যাচ্ছে একই কারণে সরব হওয়ায় গত আড়াই বছর ধরে পঞ্চায়েতে ঢুকতে পারছেন না তৃণমূলের উপপ্রধান সোনা দলুই। তাঁর অভিযোগ, 'আমফানের তালিকায় অনেক পাকাবাড়ির বাসিন্দা ক্ষতিপূরণ পেয়েছেন। কিন্তু প্রকৃত গরিবরা বঞ্চিত।পঞ্চায়েত দলীয় অফিস নয়। পঞ্চায়েত সকলের। আমি এই কথা বলায় দল থেকে একঘরে করে দেওয়া হয়েছে। এলাকার কোনও কাজে আমাকে ডাকা হয় না। আমাকে বাদ দিয়ে তৃণমূলের বুথের নেতারা কাজ করছেন। এমনকি আমার সইও করে দিচ্ছেন প্রধান।' তাঁর দাবি, সেই কারণে গত আড়াই বছর ধরে পঞ্চায়েতে যান না তিনি। উপপ্রধান যে আসেন না, সে কথা মেনে নিয়েছেন পঞ্চায়েত প্রধান বানেশ্বর দাস। তবে পাল্টা উপপ্রধানের বিরুদ্ধে আমফানে ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগ তোলেন তিনি। উপপ্রধানের হয়ে তিনি সই করছেন বলেও মেনে নিয়েছেন। এ বিষয়ে তৃণমূলের বুধাখালির অঞ্চল সভাপতি বাবলু প্রধানের দাবি, 'আমার কাছে কোনও দিন কোনও অভিযোগ খোঁজ নিয়ে দেখব।' প্রসঙ্গত, বুধাখালি পঞ্চায়েতে ১৯টি আসন রয়েছে। এর মধ্যে ১৬টি আসনই শাসক তৃণমূলের দখলে। সোনা দলুই ২২২ নম্বর বুথ থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়ে উপপ্রধান হন। গোটা ঘটনায় বিরোধী সিপিএম ও বিজেপির পক্ষ থেকে পুনরায় দুর্নীতি নিয়ে শাসকদলকে আক্রমণ করা হয়। এর আগে, টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধেই সরব হয়েছিল তৃণমূল।


আগেও এক ঘটনা...
বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল পরিচালিত অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ওই ঘটনায় প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন উপপ্রধান ও বাকি সদস্যরা । যদিও অভিযোগ উড়িয়ে দেন পঞ্চায়েত প্রধান। তাঁদের অভিযোগ, ই-টেন্ডার না করে ম্যানুয়াল টেন্ডার করে নিজের লোকেদের টেন্ডার পাইয়ে দেন প্রধান গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন:মঙ্গলে কোন রাশির ভাগ্যোদয় ? কোন রাশির বিপর্যয় ?