সৌমিত্র রায়, কলকাতা: মা উড়ালপুলে সেভেন পয়েন্টে কাছে ফের দুর্ঘটনা (Accident) । পার্ক সার্কাস থেকে সল্টলেকে যাওয়ার সময় একটি প্রাইভেট গাড়িতে (Private Car) ধাক্কা মারে অপর একটি চারচাকা গাড়ি। দুর্ঘটনায় আহত হন  ২ জন। তপসিয়া ট্রাফিক গার্ড ও কড়েয়া থানার পুলিশ গিয়ে আহতদের (Injured) উদ্ধার করে। 


প্রসঙ্গত, একের পর এক দুর্ঘটনার মুখোমুখী শহর কলকাতা। কখনও বেপরোয়া কার ড্রাইভিং, সিগন্যাল না মেনে চলা , কখনও আবার ঘন কুয়াশা, কখনও আবার ওভারটেক-সহ একাধিক কারণে দুর্ঘটনা হয়েই চলেছে শহরে। তার উপর আবার বাইক দুর্ঘটনার সংখ্যাও নেহাত কম নয়। তবে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে এত সতর্কতা জারি সত্ত্বেও ফের দুর্ঘটনার কবলে কলকাতা। 


মাত্র কয়েকদিন আগেই আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা হয় মহানগরে। গত ২৫ তারিখ ঘটনাটি প্রকাশ্যে আসে। কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ডি এল খান রোডে উত্তেজনা ছড়ায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এরপরেই ডাম্পারের চালককে গ্রেফতার করে পুলিশ। কলকাতা পুরসভার ডাম্পারের ধাক্কায় ওই মহিলার মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ডি এল খান (DL Khan Road) রোড।  বিদ্যাসাগর কলোনির বাসিন্দা মায়া রায় নামে বছর ৬১-র এক মহিলার মৃত্যু হয়।


সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুরে একটি বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। ডাম্পারের ধাক্কায় নয়ানজুলিতে পড়ে যায় যাত্রী বোঝাই বাস। গুরুতর আহত হন বেশ কয়েকজন যাত্রী। জানা যায়, ৬০-৬৫ জন যাত্রী নিয়ে বাসটি গোয়ালতোড় থেকে হাওড়া যাচ্ছিল। সকাল ৭টা নাগাদ দাসপুরের চাঁদপুরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে উল্টোদিক থেকে আসা ডাম্পার বাসটিকে ধাক্কা মারে, বাসটি নয়ানজুলিতে পড়ে যায়। আহত যাত্রীদের হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। 


আরও পড়ুন, কলকাতা-সহ দেশের ১০ শহরে কী দাম পেট্রোল ও ডিজেলের ?


 চলতি বছরের শুরুতেও একটি বড়সড় বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। পিকনিকে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে আলিপুরদুয়ারের মাদারিহাটে। পিকনিক বাসে লরির ধাক্কায় মৃত্যু হয় এক যাত্রীর। শিশু ও মহিলা-সহ আহত হন ২৫ জন। পিকনিকের বাসে একেবারে মুখোমুখি ধাক্কা হয় লরির। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে আসে শিউড়ে ওঠার মতো ছবি। পিকনিকে আনন্দ মুহূর্তে বদলে যায় বিভীষিকায়। ভেঙে চুরমার দুর্ঘটনাগ্রস্ত বাসের সামনের অংশ। গতমাসে এমনই ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হয় আলিপুরদুয়ারের মাদারিহাট।