Arabul Islam : 'মারপিটের দরকার নেই', হুঙ্কার-হুমকির পথ ছেড়ে এ কী বললেন আরাবুল !

Arabul Islam To TMC : তৃৃৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আরাবুল বার্তা দেন, মারপিটের দরকার নেই।

Continues below advertisement

রঞ্জিত হালদার, ভাঙড় : এ যেন উলটপুরাণ। পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll )  আগে ভাঙড়ে শান্তির বার্তা তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam )।

Continues below advertisement

তৃণমূলের দেওয়াল দখল করে নেওয়ার অভিযোগ

ভাঙড়ের মাঝেরহাট গ্রামে বিধায়ক নৌশাদ সিদ্দিকির ( Naushad Siddiqui ) পাড়ায় তৃণমূলের দেওয়াল দখল করে নেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। তৃৃৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আরাবুল বার্তা দেন, মারপিটের দরকার নেই। দেওয়াল লিখন নিয়ে ভাঙড়ে যেন কোনও অশান্তি না হয়।

চ্যালেঞ্জ-পাল্টা চ্য়ালেঞ্জে সরগরম ভাঙড়

আইএসএফের পাল্টা দাবি, একুশের বিধানসভা ভোটের পর তাদের দেওয়াল তৃণমূলই দখল করে নেয়। দেওয়াল নিয়ে কিছু যায় আসে না, মানুষের মনে আছি। তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ আইএসএফের। সবমিলিয়ে চ্যালেঞ্জ-পাল্টা চ্য়ালেঞ্জে সরগরম ব্যাটলগ্রাউন্ড ভাঙড়।

আরাবুলের বার্তা কী

আরাবুল আরও বলেন, 'আমার কাছে অভিযোগ এসেছে। আমাদের ছেলেরা বলেছে। তারপরও আমাদের ২০০-৩০০ ছেলে বেরিয়ে এলাকায় দেওয়াল দখল করেছে। চুন টেনেছে। একটা ছোটো ঘটনা ঘটেছে ...একটা দেওয়ালকে কেন্দ্র করে সারা ভাঙড়ে যেন কোনওরকম অশান্তি না হয়।' 

তেতে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়

বিডিও অফিসের কর্মীকে মারধর, কংগ্রেস প্রার্থীকে ডিসিআর নিতে বাধা, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা!
একের পর এক অভিযোগে, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের শুরু থেকেই তেতে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়! প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতেই ভাঙড়ের তৃণমূল নেতার এই বার্তা।  

আগে কীভাবে হুঙ্কার দেন আরাবুল

এর আগে বারবার বিরোধীদের উদ্দেশে হুঙ্কার ছেড়েছেন আরাবুল ইসলাম। কিছুদিন আগে তিনি বলেন, ' তৃণমূলের নামে যারা খারাপ ভাষা ব্যবহার করবে তাদের ধরে এনে হাত পা গুঁড়ো করে দিতে হবে।' আইএসএফের উদ্দেশে আগেও নানবিধ দাওয়াই দিয়েছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক। দিয়েছেন,  বিধায়ক নৌশাদ সিদ্দিকির চামড়া তুলে নেওয়ার হুমকি ! এবার আর হুঙ্কার-হুমকির লাইনে না হেঁটে, তিনি দিলেন শান্তির বার্তা । 

অন্যদিকে রবিবারই, বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েতের চকতারাবৈদ্য গ্রামের শতাধিক কর্মী, সমর্থক। দলবদলের পরেই তৃণমূলের অঞ্চল অফিস দখল করে নেয় আইএসএফ। তাঁদের অভিযোগ, ১০ লক্ষ টাকায় পঞ্চায়েতে তৃণমূলের টিকিট বিক্রি করেছেন বিধায়ক। টিকিট দেওয়ার টোপ দিয়ে ৩ বছর ধরে সংগঠনের কাজ করিয়েছে, টাকাও নিয়েছে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola